এক্সপ্লোর

Sports Highlights: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ফিরলেন বুমরা, ইস্টবেঙ্গলের হার, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে জেনে নিন।

কলকাতা: ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। মরশুমের দ্রততম গোল করেও হার ইস্টবেঙ্গলের। এক নজরে খেলার সব খবর।

পঞ্চম টেস্টের দল ঘোষণা

আশঙ্কাই সত্যি হল। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)। তিনি এখনও সম্পূর্ণ ফিট নন। লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁর চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার যে কথা বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

পাশাপাশি প্রত্যাশামতো যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পঞ্চম টেস্টের দলে ফিরেছেন। তিনিই ভারতের সহ অধিনায়ক। রাঁচিতে চতুর্থ টেস্টে যাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ধর্মশালায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বুমরা।

ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর হয়ে খেলবেন। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে তামিলনাড়ু আরও শক্তিশালী হয়ে নামবে, বলার অপেক্ষা রাখে না। ২ মার্চ থেকে শুরু হবে যে সেমিফাইনাল। যদি প্রয়োজন হয়, তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শেষ হলে জাতীয় শিবিরে যোগ দেবেন ওয়াশিংটন।

ইস্টবেঙ্গলের হার

ম্যাচের বয়স এক মিনিট হওয়ার আগেই গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। কিন্তু তার পর আক্রমণে যে ঝড় তোলে ওড়িশা এফসি (Odisha FC), সেই ঝড় সামলাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে কলকাতার দল। যার ফল, দুই অর্ধে দু’গোল করে ম্যাচের শেষে ২-১-এ জয়ের হাসি হাসতে হাসতে মাঠ ছাড়েন রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওরা। ম্যাচের ৩২ সেকেন্ডের মাথায় একক দক্ষতায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। এটি এই মরশুমের দ্রুততম গোল। তাও শেষমেশ খালি হাতেই মাঠ ছাড়তে হল তাঁর দলকে।

অশালীন অঙ্গভঙ্গি করে নির্বাসিত রোনাল্ডো

সপ্তাহান্তে ইভান রাকিতিচ, ইয়ানিক ক্যারাস্কোদের আল শাবাবের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ স্কোরলাইনে জয় পায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসর (Al Nassr)। কিন্তু সেই ম্যাচে সেলিব্রেশনের সময় দর্শকদের দিকে নিজের অশালীন অঙ্গভঙ্গির জেরে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন রোনাল্ডো। এবার তাঁকে নির্বাসিতই করা হল।

রবিবারের ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর গোল উদযাপনের সময় আল শাবাবের সমর্থকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করার একাধিক ভিডিও ভাইরাল হয়। আল শাবাব সমর্থকদের তরফ থেকে রোনাল্ডোকে লক্ষ্য করে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম নিয়ে রণধ্বনি দেওয়া হয় বলে খবর। তারপরেই 'সিআর৭' গ্যালারিতে উপস্থিত আল শাবাবের সমর্থকদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ।

এর জেরেই বুধবার, ২৮ ফেব্রুয়ারি সৌদি ফুটবল ফেডারেশনের নিয়মরক্ষা কমিটির তরফে রোনাল্ডোকে নির্বাসিত করা হয়। এক ম্য়াচের জন্য নির্বাসিত হয়েছেন রোনাল্ডো। 

দায়িত্ব হারালেন ক্রুণাল

আর দিনকয়েক বাকি। মার্চের ২২ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। এ মরশুমে দুই ধাপ এগোনোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। নতুন মরশুমের বদলেছে কোচ, লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরও ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন। মরশুম শুরুর আগে বদল অব্যাহত। দলের সহ-অধিনায়কও বদলে ফেলা হল। ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) বদলে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)।

গত মরশুমে কেএল রাহুল চোটের জেরে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যাওয়ার পর ক্রণালই লখনউকে নেতৃত্ব দিয়েছিলেন। দল নাগাড়ে দ্বিতীয় মরশুমে আইপিএলের প্লে-অফেও পৌঁছেছিল। তবে খেতাব আসেনি। এবার নতুন উদ্যমে ফের একবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে লখনউ। সেই লক্ষ্যেই মরশুম শুরুর আগে বদলের পালা অব্যাহত। ক্রুণালের বদলে পুরানকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করার কথা এক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত লখনউয়ের তরফে করা হয়। লখনউ নিজের সোশ্যাল মিডিয়ায় রাহুল ও পুরানের একটি ছবি পোস্ট করে লেখেন, 'কেএল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), এই মরশুমটা ইতিমধ্যেই বিশেষ বলে মনে হচ্ছে।'   

চার বছরের জন্য নির্বাসিত পোগবা

গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে নির্বাসিত হয়েছিলেন। অপেক্ষা ছিল দ্বিতীয় রিপোর্টের। সেই রিপোর্ট আসার পরে, বৃহস্পতিবার নির্বাসিত হলেন পল পোগবা (Paul Pogba)। ফ্রান্সের বিশ্বজয়ী মিডফিল্ডারকে চার বছরের জন্য নির্বাসিত করা হল। টেস্টোস্টেরন ব্যবহারের জন্য জুভেন্তাসের (Juventus) হয়ে ক্লাব ফুটবল খেলা তারকাকে নির্বাসিত করা হল। 

গত ২০ অগাস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। সিরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও। সংস্থার তরফে জানানো হয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে।

এর জেরেই গত সেপ্টেম্বরের পর থেকে বিয়ানকোনেরির জার্সিতে পোগবাকে খেলতে দেখা যায়নি। প্রথম পরীক্ষার পর প্রাথমিকভাবে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। জুভেন্তাসের তরফে এই সময়কালে পোগবাকে যত কম বেতনে রাখা সম্ভব, সেই বেতনে রাখা হয়েছিল। তবে 'বি' নমুনাতেও ফল পজিটিভ আসায় তাঁকে এবার চার বছরের নির্বাসনের মুখে পড়তে হল।

গ্রিনের শতরান

পড়শি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডেভিড ওয়ার্নার-পরবর্তী টেস্ট জমানার সূচনা করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচের আগে ওপেনার স্টিভ স্মিথ এবং সদ্য অবসর নেওয়া নীল ওয়াগনার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, ওয়েলিংটনে প্রথম দিনশেষে শিরোনাম কেড়ে নিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। সিরিজ়ের প্রথম ম্যাচের (NZ vs AUS) প্রথম দিনেই চাপের মুখে অনবদ্য শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে উঠলেন তিনিই। তাঁর ১০৩ রানের ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়া প্রথম দিনশেষে ২৭৯/৯ তুলল বোর্ডে।

গড়াপেটার অভিযোগ

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রথম বিস্ফোরণটা ঘটান যিনি, এক সময় তিনি বিরাট কোহলিদের (Virat Kohli) বিশ্বচ্যাম্পিয়ন দলের উইকেটকিপার ছিলেন। বাংলার হয়ে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলের হয়ে আইপিএলে (IPL) খেলেছেন। তিনি, শ্রীবৎস গোস্বামী, ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যা দেখলে চমকে উঠতে হয়।

কী রয়েছে সেই ভিডিওতে? একটি ম্যাচের ফুটেজ তুলে ধরেন শ্রীবৎস। সিএবি-র স্থানীয় ক্রিকেটের সুপার ডিভিশন লিগে টাউন ক্লাব বনাম মহমেডানের ম্যাচের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, টাউন ক্লাবের বোলারদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উইকেট ছুড়ে দিয়ে আসছেন মহমেডানের ব্যাটাররা। আউট হওয়ার ধরন দেখলে চক্ষু চড়কগাছ হতে পারে! কোনও ক্ষেত্রে বোলার ডেলিভারি করার পর ব্যাটার ইচ্ছাকৃতভাবে বল না খেলে ব্যাট তুলে বোল্ড হচ্ছেন। তো পরের বলেই বল ব্য়াটে লাগানোর কোনও চেষ্টা না করে ব্যাটার স্টেপ আউট করে স্টাম্পড হচ্ছেন!

সেই ভিডিও পোস্ট করে শ্রীবৎস লেখেন, 'কলকাতা ক্লাব ক্রিকেটে সুপার ডিভিশনের ম্যাচ। দুটি বড় দল এই কাজ করছে। কোনও ধারণা আছে কারও কী হচ্ছে? আমার দেখে লজ্জা লাগছে যে, এই খেলাটা আমিও হৃদয় দিয়ে খেলেছি। আমি ক্রিকেট ভালবাসি ও বাংলার হয়ে খেলা উপভোগ করেছি। কিন্তু এটা দেখে মন ভেঙে যাচ্ছে। ক্লাব স্তরের খেলা বাংলা ক্রিকেটের কাঠামো, এটাকে ধ্বংস করবেন না। এটাকেই গড়াপেটা বলে।'

সমালোচনা গায়ে মাখেন না হার্দিক

দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই থেকে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আইপিএলের (IPL 2024) আগে নিজেকে ঘষামাজা করছেন বঢোদরার অলরাউন্ডার।

সোশ্যাল মিডিয়ায় এক চ্যাট শোয়ে হার্দিক বলেছেন, 'আমার ভক্তরা একটা জিনিস জানে না যে, আমি বাইরে ঘোরাঘুরি করি না। বাড়িতে থাকতেই পছন্দ করি। গত তিন-চার বছরে খুব একটা বাইরে যাইনি। এমন সময়ই বাইরে বেরিয়েছি যা এড়িয়ে যাওয়া যায়নি, যেমন আমাদের বন্ধুদের কিছু হলে। তা না হলে আমি বাড়িতে থাকতেই পছন্দ করি। এমনও সময় গিয়েছে যে, ৫০ দিন বাড়ির বাইরে বেরোইনি। এমনকী, বাড়ির লিফট পর্যন্তও যাইনি।'

বাড়িতেই জিম, হোম থিয়েটার সহ পছন্দের সব কিছুই রয়েছে, জানিয়েছেন হার্দিক। সুপার কারে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। হার্দিক জানিয়েছেন, গাড়িটি টেস্ট ড্রাইভের জন্য তাঁর কাছে পাঠানো হয়েছিল। তারপর বলেছেন, 'আমি কখনও সংবাদমাধ্যমে মন্তব্য করি না। কে কী বলল কিছু যায় আসে না।'

আরও পড়ুন: কোহলি-রোহিতদেরও উচিত ঘরোয়া ক্রিকেট খেলা, দাবি তুললেন প্রাক্তন তারকা 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

SSC Supreme Court: 'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
RG Kar Case: 'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
West Bengal News LIVE Updates:'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
Weather Forecast: থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
Advertisement
ABP Premium

ভিডিও

Congress Chaos: দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের, তুলকালাম পরিস্থিতি রাজভবনের সামনেWest Bengal News: ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়ালে বাঙ্কারে টাকার পাহাড়!RG Kar: আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি!Passport Scam: বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক-জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SSC Supreme Court: 'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
RG Kar Case: 'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
West Bengal News LIVE Updates:'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
Weather Forecast: থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
Jukti Takko: 'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
India-Bangladesh Issue: বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
Stock Market Crash: বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
Dev on Khadaan: দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!
দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!
Embed widget