এক্সপ্লোর
Advertisement
ওয়াডা-কেই ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার আওতায় আনতে হবে, মত ক্রীড়ামন্ত্রীর
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তাঁর মতে, বিশ্ব ডোপ-বিরোধী সংস্থাকেই (ওয়াডা) এ বিষয়ে বিসিসিআই-এর সঙ্গে বোঝাপড়া করতে হবে। সেই বোঝাপড়ার ভিত্তিতেই জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা) ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে পারে।
ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার আওতায় আনার জন্য নাডা-র উপর চাপ বাড়াচ্ছে ওয়াডা। যদিও বিসিসিআই নাডা-র আওতায় আসতে নারাজ। এ মাসের ৮ তারিখ নাডা প্রধান নবীন অগ্রবালকে চিঠি দিয়ে বিসিসিআই সিইও রাহুল জোহরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিসিআই যেহেতু জাতীয় ক্রীড়া সংস্থা নয়, তাই নাডা-র ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার প্রয়োজন নেই। বিসিসিআই অন্য একটি সংস্থার মাধ্যমে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করায়। সেই ব্যবস্থা যথেষ্ট উন্নত।
এ বিষয়ে রাঠৌরের বক্তব্য, ‘ক্রিকেটাররা বাইরের সংস্থাকে দিয়ে ডোপ পরীক্ষা করানোয় আমি খুশি। কিন্তু যখন দেশের বাকি সব ক্রীড়া সংস্থা এবং অন্য দেশের ক্রীড়া সংস্থাগুলিও নাডা-র উপর ভরসা করছে, তখন ক্রিকেটারদেরও সেটা করা উচিত। তবে এটা ওয়াডা-র বিষয়। আইসিসি ওয়াডা-র আওতায় আছে। তাই ওয়াডা-কেই ক্রিকেটারদের ডোপ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।’
ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের কাছে খেলোয়াড়, কোচ ও দর্শকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও খেলোয়াড় ডোপিং করলে দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়। তাই সব ক্রীড়া সংস্থাকেই ডোপিং রোখার জন্য ব্যবস্থা নিতে হবে। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement