এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল শ্রীলঙ্কা
দুবাই: ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় ২০১৯-এর বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল শ্রীলঙ্কা।
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য সর্বনিম্ন পয়েন্টের বিচারে শ্রীলঙ্কা পিছনে ফেলে দিল ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারায় এটা নিশ্চিত হয়ে গেল যে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পয়েন্টের বিচারে শ্রীলঙ্কাকে টপকাতে পারবে না। শ্রীলঙ্কার পয়েন্ট ৮৬। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮।
আগামী বিশ্বকাপে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজকে আগামী বছর যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আইসিসির বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দু বারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ১৯৯৬-র চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কারও বিশ্বকাপে খেলার ব্যাপারে সংশয় তৈরি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ হারায় সেই সংশয়ের অবসান হল। এতে খুশি শ্রীলঙ্কার ক্রিকেট মহল। শ্রীলঙ্কা দলের অধিনায়ক উপুল থরাঙ্গা বলেছেন, এটা সত্যি যে, আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু সংকটের সময়ও যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছিলেন, সেই সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।
তিনি আরও বলেছেন, আইসিসি ইভেন্টে সর্বদাই শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন কোনও মোড় আনে। নিজেদের আরও একবার প্রমাণ করতে মুখিয়ে রয়েছি। বিশ্বকাপের জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা রূপায়ণের জন্য কঠোর পরিশ্রম করব।
ওয়েস্ট ইন্ডিজকে যোগ্যতা নির্ণায়ক পর্বে একদিনের র্যাঙ্কিংয়ে নিচের সারিতে থাকা আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলির সঙ্গে খেলতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement