ICC World Cup 2023: চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন হাসারাঙ্গা
Wanindu Hasaranga Update: আশা করা গিয়েছিল যে হয়ত বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই লেগস্পিনার। কিন্তু সূত্রের খবর, যে হাসারাঙ্গাকে চিকিৎসকরা সার্জারির পরামর্শ দিয়েছেন।
![ICC World Cup 2023: চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন হাসারাঙ্গা Sri Lanka's Wanindu Hasaranga likely to miss World Cup due to hamstring injury get to know ICC World Cup 2023: চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন হাসারাঙ্গা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/297c0f1a8bdb54d8968b18aabf4959ba1693367059494344_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: এশিয়া কাপে (Asia Cup 2023) ছিলেন না তিনি। তাঁর অভাব দল বোধ করেছিল গোটা টুর্নামেন্টেই। এবার আসন্ন বিশ্বকাপেও অনিশ্চিত শ্রীলঙ্কার তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasarnga)। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন তিনি। গত এশিয়া কাপেও তিনি খেলেননি। আশা করা গিয়েছিল যে হয়ত বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই লেগস্পিনার। কিন্তু সূত্রের খবর, যে হাসারাঙ্গাকে চিকিৎসকরা সার্জারির পরামর্শ দিয়েছেন। যার অর্থ হল আগামী তিন মাস ২২ গজের বাইরে থাকবেন হাসারাঙ্গা। সেক্ষেত্রে শ্রীলঙ্কা দলের জন্য বিশ্বকাপের আগ তা বড় ধাক্কা হতে চলেছে।
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা মেডিক্যাল দলের সদস্য অর্জুন ডি সিলভা জানিয়েছেন, "আমরা বিদেশের চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। চেষ্টা করছি যাতে দ্রুত ওকে সুস্থ করে তোলা যায়। তবে যদি সত্যিই সার্জারির প্রয়োজন হয়, তবে হয়ত আগামী তিন মাসের জন্য মাঠের বাইরে বেরিয়ে যাবে হাসারাঙ্গা। সেক্ষেত্রে বিশ্বকাপে ওকে পাওয়া যাবে না।''
বিশ্বকাপের মত মঞ্চে হাসারাঙ্গা না খেললে তা বড় ধাক্কা লঙ্কা শিবিরের জন্য। এশিয়া কাপের ফাইনালে লজ্জার হার হারতে হয়েছে শনাকাদের। শেষ ২টো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন হাসারাঙ্গা। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা হয়ত তাদের চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াডের নাম পাঠাবে। এদিকে শুধু হাসারাঙ্গা নয়, দুসমন্ত চামিরাকেও পাওয়া যাবে না হয়ত। তাঁর মাসলে চোট রয়েছে।
এদিকে, হাজার টালবাহানার পর অবশেষে কাটল জট। ভারতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসার ছাড়পত্র পেল পাকিস্তান। আইসিসি-র তরফে জানানো হয়েছে, ভারতীয় সরকারের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট দলের ভিসা দেওয়া হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আর যার পরের দিনই রয়েছে পাকিস্তানের ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবেন বাবর আজম, শাহিদ শাহ আফ্রিদিরা। কিন্তু এখনও পর্যন্ত ভারতে আসার ছাড়পত্র না পেয়ে সোমবারই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। যদিও পিসিবিকে দেওয়া উত্তরে, আইসিসি জানিয়ে দিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভিসার ছাড়পত্র দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।
যার ফলে মাঝে যে ক্ষনিক অনিশ্চয়তার বাতাবরণ ছিল, তা কেটে গেল। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইসিসি-র কাছে দাবি ছিল, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ক্রমাগত দেরি করা হচ্ছে পাক ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ভিসা দেওয়ার ব্যাপারে। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)