এক্সপ্লোর
Advertisement
দেখুন: শ্রীলঙ্কার এক উদীয়মান বোলারের অদ্ভূত বোলিং অ্যাকশন
কলম্বো: একটু ভিন ধরনের বোলিং অ্যাকশন হলে সেই বোলার বিপক্ষ শিবিরের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। সাধারণত, স্পিনারদের ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন দেখা যায়। অনূর্দ্ধ ১৯ এশিয়া কাপের একটি ম্যাচে শ্রীলঙ্কার ১৮ বছরের স্পিনার কেভিন কোঠথিগোড়ার বোলিং অ্যাকশন নজর কেড়েছে। অনেকটা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন চায়নাম্যান পল অ্যাডামসের মতো।
ডান হাতি লেগ স্পিনার কেভিন উঠে এসেছেন রিচমন্ড কলেজ থেকে। শ্রীলঙ্কা এ দলের প্রাক্তন ওপেনার ধামিকা সুদর্শনের কোচিংয়ে বেড়ে উঠেছেন কেভিন। আর এই রিচমন্ড কলেজ থেকে অনেক টেস্ট খেলোয়াড় উঠে এসেছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচে কেভিন খেলেছিলেন। তিনি ওই ম্যাচে ১ টি উইকেটও নেন।
সুদর্শন কেভিন সম্পর্কে বলেছেন, ওর অ্যাকশনটা একেবারেই আলাদা। অনেকটা পল অ্যাডামসের মতো। ওই অ্যাকশনটা একেবারেই স্বাভাবিক। কোচিং বা অন্য কোনও ভাবে এ ধরনে অ্যাকশন হয় না। প্রথম প্রথম পিচ ভালোভাবে দেখতে না পাওয়ায় লেংথ নিয়ে ওর সমস্যা হত। কিন্তু ও ওই সমস্যা কাটিয়ে দুর্দান্ত উন্নতি করেছে।
সুদর্শন আরও বলেছেন, অ্যাকশনটা অদ্ভূত হওয়ায় ব্যাটসম্যানরা একটু ধাঁধায় পড়ে যায়। ও দুরন্ত ফিল্ডার। ব্যাটের হাতও ভালো।
সুদর্শন কেভিনের ভবিষ্যত নিয়ে অত্যন্ত আশাবাদী।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement