এক্সপ্লোর
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তিন নম্বরে ব্যাটিং করবেন স্মিথ, জানালেন অস্ট্রেলিয়ার কোচ
কাল মুম্বইয়ে সিরিজের প্রথম ম্যাচে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার নয়া তারকা মার্নাস লাবুশানের।

মুম্বই: কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। এই সিরিজে তিন নম্বরে ব্যাটিং করবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এমনই জানালেন অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি আরও জানিয়েছেন, ওপেন করবেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। মিডল অর্ডারে কারা ব্যাটিং করবেন, সেটা অবশ্য ঠিক হয়নি বলেই জানিয়েছেন ম্যাকডোনাল্ড। কাল মুম্বইয়ে সিরিজের প্রথম ম্যাচে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার নয়া তারকা মার্নাস লাবুশানের। তিনি মিডল অর্ডারে ব্যাটিং করবেন। ডি’আর্সি শর্টও মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















