Suniel Shetty: বেশি ভাল ছেলে হয়ে থেকো না, জামাই রাহুলকে পরামর্শ সুনীলের
KL Rahul: বাইশ গজে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাহুল। আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার করাতে হয়েছিল। আপাতত রিহ্যাব চলছে তাঁর।
মুম্বই: কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে মেয়ে আথিয়ার উদ্দেশে তাঁর বার্তা ছিল, সব সময় স্বামী কে এল রাহুলের (KL Rahul) পাশে থেকো। এবার রাহুলকেও পরামর্শ দিলেন সুনীল শেট্টি (Suniel Shetty)। বললেন, বেশি ভাল মানুষ হয়ে থেকো না।
বাইশ গজে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাহুল। আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার করাতে হয়েছিল। আপাতত রিহ্যাব চলছে তাঁর। কঠিন এই সময়ে রাহুলের পাশে থাকার জন্য আথিয়াকে পরামর্শ দিয়েছেন বলিউড তারকা তথা রাহুলের শ্বশুর সুনীল শেট্টি। তিনি জানিয়েছেন, জামাই রাহুল ভাল মানুষ আর আথিয়া সৌভাগ্যবতী ওঁর মতো মানুষকে স্বামী হিসাবে পেয়েছেন বলে।
বেশ কয়েক বছর প্রেম করার পর গত ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন রাহুল-আথিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীলকে বলা হয়েছিল, মেয়ে আথিয়াকে কী পরামর্শ দেবেন। সুনীল জানান, তিনি মেয়েকে বলেছেন সাফল্যকে ভয় না পেতে। তিনি মেয়ের কাছে এ-ও জানতে চেয়েছিলেন যে, ব্যর্থতার মুখোমুখি হতে তিনি তৈরি কি না।
সুনীল বলেছেন, 'আমি আথিয়াকে বলব, এমন একজন হও যে তার সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করবে। সম্পূর্ণ বিশ্বাস করো তাকে। পাশাপাশি ও (রাহুল) একজন অ্যাথলিট। সারা বছর সফর করবে। সব সময় ওর সঙ্গে যেতে পারবে না। ওর পাশে থেকো কারণ অভিনেতাদের মতোই ওদেরও উত্থান-পতন থাকে। যখন ওরা রান পায়, বিশ্বের শীর্ষে থাকে। আমাদের সময় সুনীল গাওস্করকে নায়ক মনে করতাম। উনি সব সময় আমার নায়ক থাকবেন। আমি লড়াই করতাম ওঁকে নিয়ে।'
View this post on Instagram
রাহুলকেও সতর্ক করেছেন সুনীল। বলেছেন, 'এত ভাল মানুষ হোয়ো না যে, আমরা তোমার সামনে নিজেদের এত ছোট ভাবি। এত ভাল ছেলে হোয়ো না যে, সকলে ভাববে একেই বলে ভাল হওয়া। আমি সব সময় আথিয়াকে বলি, তুমি ভাগ্যবতী।'
আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন