ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী, মহিলাদের মধ্যে সেরা আশালতা
২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৭ সালের পর এবার আরও একবার সুনীল ছেত্রীকেই বর্ষসেরা ফুটবলারের সম্মানে সম্মানিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
নয়াদিল্লি: ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৭ সালের পর এবার আরও একবার সুনীল ছেত্রীকেই বর্ষসেরা ফুটবলারের সম্মানে সম্মানিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই নিয়ে ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলারের সম্মান পেতে চলেছেন ৩৪ বছরের এই ফুটবলার। মহিলাদের মধ্যে এই সম্মানে সম্মানিত হলেন আশালতা দেবী। বর্ষসেরা উদীয়মান ফুটবলার হিসেবে সম্মানিত হলেন আব্দুল সামাদ ও দাঙমেই গ্রেস।
প্রসঙ্গত, তাজিকিস্তানের বিরুদ্ধে ২টি গোল করে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করে নিয়েছেন সুনীল। দেশের হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১৪৯)। এতদিন মেসি ৬৮টি গোল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। তাজিকিস্তানের বিরুদ্ধে গোল করে সেই স্থান দখল করেন ভারত অধিনায়ক। একই সঙ্গে দেশের জার্সিতে সবথেকে বেশি ম্যাচ খেলার নজিরও গড়েছেন তিনি। এখনও পর্যন্ত ভারতের জার্সি পরে ১০৯টি ম্যাচ খেলেছেন তিনি। অতীতে ১০৭টি ম্যাচ খেলে ওই নজির গড়েছিলেন ভাইচুং।
ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলারের সম্মানে সম্মানিত হওয়ার পর সুনীল জানিয়েছেন, “আইলিগ ও আইএসএল-এর কোচরা আমাকে ভোট দিয়েছে, এটা বেশ দারুণ। আমি ক্লাব সদস্য, কোচ, সতীর্থ, জাতীয় দলের সহযোগী এবং ফ্যানদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমাকে ভালবেসেছেন এবং আমার পাশে ছিলেন।” তাঁর সংযোজন, “কখনও পুরস্কার পাওয়ার জন্য খেলি না। তবে হ্যাঁ, এমন সম্মান সবসময়ই উৎসাহ দেয়।”