Syed Mushtaq Ali Trophy: তৈরি হল ইতিহাস, মুস্তাক আলিতে প্রথম ইমপ্যাক্ট খেলোয়াড় ব্যবহার করল দিল্লি
Hrithik Shokeen: ২২ বছর বয়সি ঋত্বিক দিল্লি ও মণিপুরের ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন। তিনি নিজের তিন ওভারে ১৩ রান বিনিময়ে দুই উইকেট নিয়ে দিল্লির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
জয়পুর: সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) প্রথম দিনেই আজ এক অভিনব ঘটনা ঘটতে দেখা গেল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ইমপ্যাক্ট খেলোয়াড়ের প্রয়োগ করল দিল্লি দল। প্রথম ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে দিল্লির হয় মণিপুরের বিরুদ্ধে মাঠে নামলেন ঋত্বিক শকিন (Hrithik Shokeen)। দিল্লির হিতেন দালালের বদলে তিনি মাঠে নামেন।
ইমপ্যাক্ট খেলোয়াড়
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুবাদে ঋত্বিক এখন ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। ২২ বছর বয়সি এই খেলোয়াড় দিল্লি ও মণিপুরের ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন। তিনি নিজের তিন ওভারে ১৩ রান বিনিময়ে দুই উইকেট নিয়ে দিল্লির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এদিন দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে। ওপেনার হিতেন দালালই দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৭ রান শুরু করেন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও একটি ছক্কায়। তবে ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও, দ্বিতীয় ইনিংসে তাঁকেই তুলে নেয় দিল্লি।
তাঁর বদলে ঋত্বিক মাঠে নেমে অন্তত পরিসংখ্যানের বিচারে দিল্লির হয়ে সর্বসেরা বোলিং করেন। ঋত্বিকের পাশাপাশি ময়ঙ্ক যাদবও দুই উইকেট নেন। ১৬৮ রান তাড়া করতে নেমে মণিপুর অবশ্য ৯৬ রানের বেশি করতে পারেনি। ৭১ রানে ম্যাচ জেতে দিল্লি। মুম্বইও আজ ইমপ্যাক্ট খেলোয়াড় ব্যবহার করে। সাইরাজ পাতিল মুম্বই মিজোরাম ম্যাচের দ্বিতীয় ইনিংসে নামেন। তিনি ধবল কুলর্কানির জায়গায় মাঠে আসেন। ধবল প্রথম ইনিংসে বল হাতে ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন। ৯৮ রানেই থেমে যায় মিজোরামের ইনিংস। জবাবে নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় মুম্বই। সাইরাজকে অবশ্য ব্যাটে নামতে হয়নি।
নিয়ম
এই মরসুমেই প্রথমবার ইমপ্যাক্ট খেলোয়াড় ব্যবহার করা হচ্ছে মুস্তাক আলি ট্রফিতে। আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়াটি চলছে। মুস্তাক আলিতে সাফল্য পেলে, তবেই পরবর্তী সময়ে আইপিএলেও এই ইমপ্যাক্ট খেলোয়াড়ের প্রয়োগ দেখা যেতে পারে। নিয়ম অনুযায়ী কোনও দল ম্যাচের আগে চারটি পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারবে। অবশ্য তাদের মধ্যে একজনই ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারবেন। তবে সেই পরিবর্তন উভয় ইনিংসেই ১৪তম ওভারের আগেই করতে হবে। ইনিংসের মাঝে বা উইকেট পড়লে তবেই ইমপ্যাক্ট খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তিনি মাঠে নেমে সুযোগ পেলে ব্যাট এবং চার ওভার বল উভয়ই করতে পারবেন।
আরও পড়ুন: বোর্ড সভাপতির পদ ছেড়ে কি আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে সৌরভ?