T20 WC Update: ভারতীয় শিবিরে স্বস্তি, ধোনির তত্ত্বাবধানে নেটে ১৫ মিনিট বোলিং হার্দিকের
Hardik Pandya Update: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। তবে হার্দিক পাণ্ড্যর স্ক্যান রিপোর্টে আশঙ্কার কিছুই মেলেনি। আগামী রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তিনি।
দুবাই: প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর ভারতীয় শিবিরে কিছুটা আশার আলো জাগালেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বুধবার বেশ কিছুক্ষণ দৌড়নোর পর নেটে মিনিট ১৫ বোলিং করলেন বঢোদরার অলরাউন্ডার। মেন্টর মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) তত্ত্বাবধানে চলল হার্দিকের প্রস্তুতি। রবিবার, ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পরের ম্যাচ খেলবে ভারত। তার আগে হার্দিকের অনুশীলনে বোলিং শুরু করা ইতিবাচক ছবি হিসাবেই দেখছে ভারতীয় শিবির।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। তবে হার্দিক পাণ্ড্যর স্ক্যান রিপোর্টে আশঙ্কার কিছুই মেলেনি। আগামী রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন এই তরুণ অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়ই কাঁধে চোট পান হার্দিক। এরপর আর মাঠেই নামতে পারেননি তিনি। টিম ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘‘এখন ওঁর চোট নিয়ে কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই ও সুস্থ হয়ে গিয়েছে। স্রেফ সাবধানতা অবলম্বন করার জন্য স্ক্যান করা হয়েছিল। যেহেতু বিশ্বকাপের সবে একটা ম্যাচ হয়েছে, তাই দল পরিচালন সমিতি কোনও ঝুঁকি নিতে চায়নি।’’
হার্দিক পাকিস্তানের বিরুদ্ধে শাহিদ আফ্রিদির বলে হুক মারতে গিয়ে চোট পান কাঁধে। ব্যাট করতে নামলেও, বল হাতে তাঁকে দেখা যায়নি। এছাড়াও কাঁধে চোট অনুভব করায় ফিল্ডিংয়ের সময়ও মাঠে নামেননি হার্দিক। এরপরই বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, কেন তিনি দলে, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়াও ব্যাট হাতে মাত্র ১১ বলে ৮ রান করেন হার্দিক।
আরও পড়ুন: রয়ের ব্যাটে বিধ্বস্ত বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার
প্রাক্তন অজি লেগস্পিনার হগ ভারতের হারের পর এক সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয় সবচেয়ে বড় ভুল ছিল হার্দিক পাণ্ড্যকে খেলানো।' ব্যাট হাতে মাত্র ১১ বলে ৮ রান করেন হার্দিক। হত বলেন, 'আগামী ম্য়াচে ভারতীয় দল ২টো পরিবর্তন করতে পারে। আমার মনে হয় শামির বদলি হিসেবে দল ঢুকতে পারেন শার্দুল ঠাকুর ও হার্দিকের বদলি হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। জাদেজাকে ৬ নম্বরে, শার্দুলকে ৭ নম্বরে ও অশ্বিনকে ৮ নম্বরে ব্যাটিং অর্ডারে পাঠানো যেতে পারে। পাণ্ড্য যদি বল করতে পারে, তবেই ওঁর প্রথম একাদশে সুযোগ হওয়া উচিত।'