DRS in T20 WC 2021: প্রথমবার পুরুষদের টি-২০ বিশ্বকাপে ডিআরএস, ঘোষণা আইসিসি-র
আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ন্যূনতম ওভারের সংখ্যা বাড়ানো হচ্ছে।
দুবাই: পুরুষদের টি-২০ বিশ্বকাপে প্রথমবার ব্যবহৃত হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আইসিসি-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রতি ইনিংসে দু’টি দল সর্বোচ্চ দু’টি করে ডিআরএস নেওয়ার সুযোগ পাবে।
আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ন্যূনতম ওভারের সংখ্যা বাড়ানো হচ্ছে। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলিতে বৃষ্টি হলে ন্যূনতম পাঁচ ওভার ব্যাটিং করতেই হবে। তবে সেমি-ফাইনাল ও ফাইনালে যদি বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমাতে হয়, ন্যূনতম ১০ ওভার ব্যাটিং করতেই হবে।
এবারের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে। এ মাসের ১৭ তারিখ থেকে শুরু প্রতিযোগিতা। করোনা পরিস্থিতিতে এই প্রতিযোগিতা হতে চলেছে। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে কম অভিজ্ঞ আম্পায়ারদের রাখতে হতে পারে। সেই কারণে যাতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনও দলের অভিযোগ না থাকে, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শেষবার টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০১৬ সালে। সেবার ডিআরএস ব্যবহার করা হয়নি। কারণ, তখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ডিআরএস-এর ব্যবহার শুরু হয়নি। ২০১৮ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে এই ফর্ম্যাটে ডিআরএস-এর ব্যবহার শুরু হয়। সেই সময় দলগুলি প্রতি ইনিংসে একটি করে ডিআরএস নেওয়ার সুযোগ পেত। গত বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপেও ডিআরএস ব্যবহার করা হয়। এবার পুরুষদের টি-২০ বিশ্বকাপেও ডিআরএস ব্যবহার করা হবে।
আইসিসি প্রতিযোগিতা সহ বিভিন্ন সিরিজে এর আগে একাধিকবার আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই কারণে আম্পায়ারিংয়ের ভুল কমানোর উদ্যোগ নিয়েছে আইসিসি। ২০১৭ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় আম্পায়ার রিভিউ বা প্লেয়ার রিভিউ সিস্টেম চালু করা হয়। পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, একদিনের বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, মহিলাদের একদিনের ও টি-২০ বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।