(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে সিঙ্গাপুরের ক্রিকেটার! বড় চমক
Cricket Australia: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা করল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। যে দলে সবচেয়ে বড় চমক হল, সিঙ্গাপুরের এক ক্রিকেটারের অন্তর্ভুক্তি!
সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা করল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। যে দলে সবচেয়ে বড় চমক হল, সিঙ্গাপুরের এক ক্রিকেটারের অন্তর্ভুক্তি!
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২০ সালের মার্চ মাস পর্যন্ত সিঙ্গাপুরের হয়ে ১১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টিম। তিনি গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন। টিম ডেভিডের বাবা-মা অস্ট্রেলীয়। কিন্তু তাঁর বয়স যখন ২ বছর, তখন তিনি পারথ থেকে সিঙ্গাপুরে চলে আসেন। তবে আইসিসির নিয়ম অনুযায়ী ডেভিডের অস্ট্রেলিয়ার হয়ে খেলতে সমস্যা নেই। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি লিগে নিজের ঝোড়ো ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন টিম ডেভিড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারত সফরের জন্য নির্বাচিত এই দলে স্টিভ স্মিথও জায়গা পেয়েছেন। অ্যারন ফিঞ্চই অধিনায়ক থাকছেন। এই দলের বেশিরভাগ ক্রিকেটারই গত বছর সংযুক্ত আরব আমিরাশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। যাঁদের হাত ধরে অস্ট্রেলিয়ার দল প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছিল।
View this post on Instagram
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে শুধুমাত্র একটি পরিবর্তন করা হয়েছে। মিচেল সুইপসনের জায়গায় দলে ঢুকেছেন টিম ডেভিড। ডেভিড ওয়ার্নার ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্নারের জায়গায় ভারতে যাবেন ক্যামেরন গ্রিন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন ওয়ার্নার।
বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), অ্যাস্টন আগর, টিম ডেভিড, জস হ্যাজলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির