এক্সপ্লোর

Asia Cup 2022: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির

Kohli on Suryakumar: সূর্যর তাণ্ডব দেখে মুগ্ধ কোহলি। মাঠেই সতীর্থকে কুর্নিশ করতে দেখা গিয়েছিল কোহলিকে। পরে সূর্যকুমারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন কোহলি।

দুবাই: তৃতীয় উইকেটে ৪২ বলে ৯৮ রান যোগ করে বুধবার ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দুজনের মধ্যে বেশি বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন সূর্যকুমার। মাত্র ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন। মুম্বইয়ের তারকা মেরেছেন ৬ ছক্কা ও ৬টি বাউন্ডারি।

সূর্যর তাণ্ডব দেখে মুগ্ধ কোহলি। মাঠেই সতীর্থকে কুর্নিশ করতে দেখা গিয়েছিল কোহলিকে। পরে সূর্যকুমারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন কোহলি। বললেন, 'উইকেটের অন্য প্রান্ত থেকে ওর ইনিংস উপভোগ করেছি। আইপিএলে ওর এরকম ব্যাটিং দেখেছি। তবে এত কাছ থেকে এই প্রথম দেখলাম। আমি মুগ্ধ। ও যদি নিজের ছন্দে থাকে আর এই খেলাটা চালিয়ে যায় তাহলে বিশ্বের যে কোনও দলের বিরুদ্ধে ম্যাচের রং পাল্টে দিয়ে যেতে পারে।'

সুপার ফোরে ভারত

প্রথম ম্যাচে পাকিস্তানকে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫ উইকেটে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে হং কংয়ের বিরুদ্ধে ৪০ রানে বিশাল জয় পেল টিম ইন্ডিয়া (Ind vs Honk Kong)। সেই সঙ্গে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেন রোহিত শর্মারা। পাকিস্তান বনাম হং কং ম্যাচ থেকে এবার নির্ধারিত হবে, গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কারা সুপার ফোরে পৌঁছবে।

বুধবার হং কংকে ৪০ রানে হারাল ভারত (Team India)। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৯২/২। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় হং কং। এরপর তিন নম্বরে নেমে লড়াই চালিয়েছিলেন বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রান করেন তিনি। চার নম্বরে নেমে ২৮ বলে ৩০ রান করেন কিঞ্চিৎ শাহ। তবে হং কংয়ের বাকি ব্যাটাররা কেউই রান পাননি। শেষ দিকে জিশান আলি ১৭ বলে অপরাজিত ২৬ রান ও স্কট ম্যাকেশনি ৮ বলে অপরাজিত ১৬ রান করলেও,  শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫২/৫ স্কোরে আটকে যায় হং কং। ভারত ৪০ রানে ম্যাচ জেতে। একপেশে ভাবেই। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, রবীন্দ্র জাডেজা ও আবেশ খান। বিরাট কোহলি এক ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিলেও কোনও উইকেট পাননি।

দুরন্ত সূর্য-কোহলি

তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধেও বড় রান পাননি। মানসিকভাবে যে চাপে রয়েছেন, তা বিরাট কোহলির (Virat Kohli) একাধিক কথাবার্তায় প্রতিফলিত হচ্ছিল।

বুধবার এশিয়া কাপ -এ হং কংয়ের বিরুদ্ধে অবশ্য জ্বলে উঠল কোহলির ব্যাট। ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। ধরে ফেললেন রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক হাফসেঞ্চুরি করার নিরিখে। কোহলির মোট ৩১টি হাফসেঞ্চুরি হয়ে গেল। সমসংখ্যক হাফসেঞ্চুরি রয়েছে রোহিতেরও। তাঁদের পরে রয়েছেন বাবর আজম (Babar Azam)। পাকিস্তানের তারকার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭টি হাফসেঞ্চুরি রয়েছে।

বুধবার কোহলির সঙ্গেই জ্বলে উঠলেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। শটের বৈচিত্রের জন্য যাঁকে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করলেন সূর্য। তৃতীয় উইকেটে কোহলি-সূর্যকুমারের পার্টনারশিপ ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। হং কংয়ের আঁটসাঁট বোলিংয়ে একটা সময় মনে করা হচ্ছিল ভারতের দেড়শো পেরনোও কঠিন হবে। কিন্তু তৃতীয় উইকেট পার্টনারশিপে সব হিসেব উল্টে গেল। ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ২ উইকেটে ১৯২ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৯৮ রান যোগ করেন কোহলি ও সূর্যকুমার।

৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত রইলেন বিরাট। তবে আরও বিধ্বংসী মেজাজে ছিলেন সূর্যকুমার। ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন মুম্বইয়ের তারকা। ৬টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। হং কং লড়াই করলেও, ভারতের রানের ধারেকাছে পৌঁছতে পারেনি।

আরও পড়ুন: দেখলে তবেই বিশ্বাস হবে বাংলার দুর্গাপুজো কত বড় উৎসব, ইউনেস্কোর প্রতিনিধিদের বললেন সৌরভ

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Golden Temple: বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা
বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা
West Bengal News LIVE Updates: পশ্চিমবঙ্গে NRI কোটায় ভর্তিতে দুর্নীতির তদন্তের পরিধি বাড়ালো ইডি
পশ্চিমবঙ্গে NRI কোটায় ভর্তিতে দুর্নীতির তদন্তের পরিধি বাড়ালো ইডি
Malda News: বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর
বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর
Viral News: ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh Live: মৌলবাদীদের লাগাতার হামলা, সন্ন্যাসীর পক্ষে এগিয়ে এলেন না একজন আইনজীবীওTMC News: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায়, লিপস অ্য়ান্ড বাউন্ডসের নামBangladesh News: 'সল্টলেকে ডেরা বেঁধেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা', অভিযোগ শমীক ভট্টাচার্যেরBangladesh News: 'গণপ্রজাতন্ত্রী' বাংলাদেশে কোথায় গণতন্ত্র? ফাঁসানো হচ্ছে, চিন্ময়কৃষ্ণের আইনজীবীদের!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Golden Temple: বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা
বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা
West Bengal News LIVE Updates: পশ্চিমবঙ্গে NRI কোটায় ভর্তিতে দুর্নীতির তদন্তের পরিধি বাড়ালো ইডি
পশ্চিমবঙ্গে NRI কোটায় ভর্তিতে দুর্নীতির তদন্তের পরিধি বাড়ালো ইডি
Malda News: বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর
বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর
Viral News: ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
Bangladesh News: হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
Sufyan Moqim: ৩ রানে ৫ উইকেট! পাকিস্তান পেয়ে গেল নতুন এক বিস্ময় স্পিনারকে, হইচই ক্রিকেটবিশ্বে
৩ রানে ৫ উইকেট! পাকিস্তান পেয়ে গেল নতুন এক বিস্ময় স্পিনারকে, হইচই ক্রিকেটবিশ্বে
Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
Dengue: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
Embed widget