T20 World Cup: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগেই অজিভূমে পৌঁছলেন মহম্মদ সিরাজ
Mohammed Siraj: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিনকয়েক আগে শেষ হওয়া ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফর্ম করে সিরিজ সেরা হয়েছিল মহম্মদ সিরাজ।
ব্রিসবেন: আজ থেকেই শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) মহারণ। প্রথম রাউন্ডের ম্যাচগুলি শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সুপার ১২-এ সরাসরি নামার যোগ্যতা অর্জন করায় ভারতীয় দলের (Indian Cricket Team) টুর্নামেন্ট শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। সপ্তাহখানেক বাদে ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিনই অজিভূমে পৌঁছে গেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
অজিভূমে পৌঁছলেন সিরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোট আঘাতে জেরবার ভারতীয় দল। মূল দলে থাকা যশপ্রীত বুমরা চোটে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে রিজার্ভে থাকা মহম্মদ শামি সুযোগ পেয়েছেন মূল দলে। ভারতীয় দলের রিজার্ভে থাকা আরেক খেলোয়াড় দীপক চাহারও চোটের কবলে। তাই দলে বেশ কিছু বদল করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমে বিশ্বকাপের মূল দল বা রিজার্ভেও না থাকা মহম্মদ সিরাজ সুযোগ পেয়েছেন। তবে ১৫ জনের স্কোয়াড নয়, বরং রিজার্ভেই রাখা হয়েছে সিরাজকে। আজ, রবিবারই (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ায় পৌঁছেও গেলেন সিরাজ।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্টোরিতে সিরাজ ব্রিসবেনের বিমানবন্দের ছবি দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিনকয়েক আগে শেষ হওয়া ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফর্ম করে সিরিজ সেরা হয়েছিল মহম্মদ সিরাজ। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই মূলত সুযোগ পেলেন ইনফর্ম সিরাজ। কালই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। সেখানে সিরাজ সুযোগ পান কি না, সেটাই দেখার। সিরাজের সঙ্গে শার্দুল ঠাকুরেরও রিজার্ভ দলে সুযোগ পাচ্ছেন। অবশ্য তিনি সিরাজের সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন কি না, সেই বিষয়ে এখনও আপডেট পাওয়া যায়নি।
বুমরার চোটে রোহিতের বক্তব্য
সাংবাদিক বৈঠকে বুমরার চোটের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ''আমরা অনেক বিশেষজ্ঞর সঙ্গে ওর চোটটা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু কারও থেকেই কোনও সদুত্তর পাইনি। আমরা জানি যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে বুমরার কেরিয়ারটাও গুরুত্বপূর্ণ। তাই রিস্ক নিতে পারি না আমরা। ওর বয়স এখন মাত্র ২৭-২৮। সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার রয়েছে ওর।'' হিটম্যান আরও বলেন, ''আমি নিশ্চিত যে আগামী বুমরা দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলবে ও দেশকে জেতাবে। কিন্তু এই মুহূর্তে রিস্ক নেওয়ার কোনও মানে হয় না। নিঃসন্দেহে দল বুমরার অভাব মিস করবে বিশ্বকাপে।
আরও পড়ুন: নেটে ১১ বছর বয়সি খুদের বোলিংয়ে অনুশীলন করলেন মুগ্ধ রোহিত