Rohit Sharma: নেটে ১১ বছর বয়সি খুদের বোলিংয়ে অনুশীলন করলেন মুগ্ধ রোহিত
Youngster In Indian Net: ১১ বছর বয়সি দ্রুশিল চৌহান শুধুমাত্র ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে নেটে বোলিংই করলেন না, পেলেন ভারতীয় সাজঘরে সকলের সঙ্গে দেখা করার সুযোগও।
পারথ: ভারতীয় দলের অনুশীলনে দলের অধিনায়ককে বোলিং করার স্বপ্ন কতজনই না দেখে। সেই স্বপ্নই বাস্তবায়িত হল এক খুদের। ১১ বছর বয়সি দ্রুশিল চৌহান শুধুমাত্র ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে নেটে বোলিংই করলেন না, পেলেন ভারতীয় সাজঘরে সকলের সঙ্গে দেখা করার সুযোগও।
ঘটনার ইতিবৃত্ত
ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রস্তুতি সারতে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। প্রথমে পারথেই কয়েকদিন থেকে সেখানে অনুশীলন সেরেছে টিম ইন্ডিয়া। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে অনুশীলনও ম্যাচও খেলে ভারত। একদিন পারথের ওয়াকা মাঠেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নজরে পড়েন দ্রুশিল। ওয়াকায় ভারতের অনুশীলনের আগেই খুদেরা খেলছিল। সেই সময়ই অনুশীলনের আগে ভারতীয় সাজঘর থেকে দ্রুশিলকে বোলিং করতে দেখেন রোহিত। তাঁর বোলিং অ্যাকশন দেখে মুগ্ধ হয়ে যান রোহিত। এরপরই স্বপ্নপূরণ।
খুদের বোলিং দেখে রোহিতেৃ এতটাই প্রভাবিত হন যে সঙ্গে সঙ্গে তাঁকে ডেকে পাঠান। রোহিত তাঁকে অনুশীলনেও সঙ্গী করে নিয়ে যান। রোহিতের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ বোলিং করতেও দেখা যায় ওই ১১ বছর বয়সি বালককে। ভারতীয় অধিনায়কের অটোগ্রাফও পেয়ে যান দ্রুশিল। বিসিসিআইয়ের তরফে আজই সেই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। ভিডিওর শেষের দিকে রোহিতকে সেই খুদেকে ভারতে আসার জন্যও বলেন। রোহিত জিজ্ঞেস করেন, 'পারথে থাকলে তুমি ভারতীয় দলের হয়ে খেলবে কী করে?' খুদে জবাবে জানান তিনি এখনই কিছু বলতে না পারলেও, শীঘ্রই ভারতে যাবেন তিনি।
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦!
— BCCI (@BCCI) October 16, 2022
When a 11-year-old impressed @ImRo45 with his smooth action! 👌 👌
A fascinating story of Drushil Chauhan who caught the eye of #TeamIndia Captain & got invited to the nets and the Indian dressing room. 👏 👏 #T20WorldCup
Watch 🔽https://t.co/CbDLMiOaQO
বুমরার চোট নিয়ে মতামত
টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এভাবে দেশের সেরা পেসারের ছিটকে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। চোট আঘাত সমস্য়া বারবার কাল হচ্ছে। আইপিএলের টানা খেলে যাওয়াকেও দায়ী করছেন অনেকে। এই পরিস্থিতি বিশ্বকাপে নামার আগে সাংবাদিক সম্মেলনে বুমরাকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। সাংবাদিক বৈঠকে বুমরাকে নিয়ে ওঠা প্রশ্নে রোহিত বলেন, ''আমরা অনেক বিশেষজ্ঞর সঙ্গে ওর চোটটা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু কারও থেকেই কোনও সদুত্তর পাইনি। আমরা জানি যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে বুমরার কেরিয়ারটাও গুরুত্বপূর্ণ। তাই রিস্ক নিতে পারি না আমরা। ওর বয়স এখন মাত্র ২৭-২৮। সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার রয়েছে ওর।''
আরও পড়ুন: মেগা পাক ডুয়েলে টিম ইন্ডিয়ার জার্সি কাদের গায়ে? সপ্তাহখানেক আগেই ঠিক করে ফেলেছেন রোহিত