T20 World Cup: সেমিফাইনালে ইংরেজদের চ্যালেঞ্জ সামলাতে অ্যাডিলেড পৌঁছে গেল টিম ইন্ডিয়া
Ind vs Eng: সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টিমবাস থেকে নেমে হোটেলে ঢুকছেন ক্রিকেটারেরা।
অ্যাডিলেড: রবিবার নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পরই সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। তারপরেও মাঠে বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি টিম ইন্ডিয়া। জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েছে ভারতীয় দল (Team India)। শেষ চারের লড়াইয়ে রোহিত শর্মাদের (T20 World Cup) প্রতিপক্ষ জস বাটলারের ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরু। সেই ম্যাচ খেলতে সোমবার অ্য়াডিলেড পৌঁছে গেল ভারতীয় দল।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টিমবাস থেকে নেমে হোটেলে ঢুকছেন ক্রিকেটারেরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, অর্শদীপ সিংহ, সূর্যকুমার যাদবদের বেশ ফুরফুরে মেজাজে দেখিয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, 'অ্যাডিলেডে পৌঁছে গেলাম'।
অ্যাডিলেডে এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে একটিই ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৫ রানে জিতেছিল ভারত। তার আগের ম্যাচেই পারথে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মানসিকভাবে ধাক্কা খেয়েছিল ভারত। সেই ধাক্কা কাটিয়ে অ্যাডিলেডেই ফের জয়ের রাস্তায় ফিরেছিল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে আটটি চার ও একটি ছক্কার সহায়তায় ৬৪ রান করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাটের কাছে অ্যাডিলেড বরাবরের পয়মন্ত। এই মাঠ তাঁকে কোনওদিন তাঁকে খালি হাতে ফেরায়নি। বাংলাদেশের বিরুদ্ধেও ঝকঝকে হাফসেঞ্চুরি করেছিলেন। সেমিফাইনালেও বড় রান করতে মুখিয়ে থাকবেন তিনি।
Touchdown Adelaide 📍#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/absGUDySIK
— BCCI (@BCCI) November 7, 2022
অক্টোবরের সেরা
প্রথমবার মনোনীত হয়েছিলেন। আর মনোনীত হয়ে এবার সেই পুরস্কারও ঝুলিতে পুরে নিলেন। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Mens Player of the Month) হলেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। এরমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন। অক্টোবর মাসের সেরা প্লেয়ারের ভোট সবচেয়ে বেশি পেয়েছেন বিরাট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকন্দর রাজা।
প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হওয়ার পর বিরাট বলছেন, ''দারুণ সম্মানের ব্যাপার আমার কাছে। গোটা বিশ্বজুড়ে আমাকে মানুষ ভালবেসেছেন। আমাকে অক্টোবর মাসের সেরা প্লেয়ার হিসেবে ভোট দিয়েছেন। আমি বাকি যে ২ জন মনোনীত হয়েছিল তাঁদেরও শুভেচ্ছা জানাতে চাই। তাঁরাও গোটা মাস ধরে দারুণ পারফর্ম করেছে। এছাড়াও আমার দলের প্রত্যেক সদস্যকে ও সতীর্থকে ধন্যবাদ আমাকে এতটা সমর্থন করার জন্য।''
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ৫ ম্যাচে ২৪৬ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক বিরাট।
আরও পড়ুন: প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ বিরাট কোহলি