Gautam Gambhir on Rohit Sharma : ফাইনালের আগে রোহিতকে নিয়ে বড় বিবৃতি গম্ভীরের, কী বললেন টিম ইন্ডিয়ার হেড স্যার ?
Indian Cricket Team: দেশের মাটিতে জিতেছেন একাধিক দ্বিপাক্ষিক সিরিজ। তবে, অস্ট্রেলিয়ার মাটিতে হারতে হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি।

নয়াদিল্লি : গত বছর টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর দিয়ে একসঙ্গে কাজ শুরু করেন হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। তারপর থেকে একাধিক উত্থান-পতন দেখেছেন এই কোচ-অধিনায়ক জুটি। দেশের মাটিতে জিতেছেন একাধিক দ্বিপাক্ষিক সিরিজ। তবে, অস্ট্রেলিয়ার মাটিতে হারতে হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। এর পাশাপাশি গত বছর দেশের মাটিতেই নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। কিন্তু, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ম্যাচে না হেরে ভারতের ফাইনালে ওঠা সকলের নজর কেড়েছে। এই পরিস্থিতিতে চর্চায় উঠে এসেছে কোচ-অধিনায়কের সম্পর্কের রসায়ন। অধিনায়ক রোহিতের সঙ্গে তাঁর "অসাধারণ সম্পর্ক" বলে মন্তব্য করেছেন হেড কোচ। প্রসঙ্গত, গত আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। যে দলের মেন্টর ছিলেন গম্ভীর। তাঁর এই সাফল্যের পরই জাতীয় দলের হেড কোচ করা হয় গম্ভীরকে। তার আগে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত টি২০ বিশ্বকাপ জেতে। কাজেই, দায়িত্ব নেওয়ার পর থেকেই গম্ভীরের উপর ভালোই চাপ ছিল। এমন একটা সময়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোচ-অধিনায়কের বন্ডিং। গম্ভীরের মতে, ভালো মানুষ হওয়া রোহিতকে ভালো অধিনায়ক হতে সাহায্য করেছে।
আইসিসি-র এক ভিডিও বার্তায় গম্ভীর বলেন, "অধিনায়ক হিসাবে রোহিত কেমন তা ভুলে যান। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ভালো মানুষ হবেন, আপনি ভালো নেতা হয়ে উঠবেন। আমি মনে করি, সেই কারণেই ও ওর আইপিএল ফ্রাঞ্চাইজির হয়ে অনেক সাফল্য পেয়েছে। এর পাশাপাশি টি২০ বিশ্বকাপও জিতেছে। তবে সেসব ইতিহাত, অতীতের কথা। এখন আমাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ। আশা করছি, ও সেরাটা দেবে। শুধুমাত্র ব্যাটিংয়েই নয়, অধিনায়ক হিসাবেও।"
তবে, অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাওস্কর ট্রফিতে পরাজয়ের পর রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বহু কাটাছেঁড়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩৮-এর কোটায় পৌঁছানো হিটম্যান ইতিমধ্যে টি২০ ক্রিকেট থেকে অবসরও নিয়েছেন। ২০২৪-এ টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও আর জাডেজা ক্রিকেটের দুটি ফর্ম্যাটে মনোনিবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে জুন মাসে। সেই সময় ইংল্যান্ড সফর করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারত পরবর্তী বড় একদিনের টুর্নামেন্ট খেলবে ২০২৭-এর একদিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি ও একদিনের বিশ্বকাপের মাঝে এতটা সময় থাকায় টিম ইন্ডিয়ায় অনেক রদবদলের সম্ভাবনা তৈরি হচ্ছে। এরই মধ্যে BCCI-এর একটি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আগামীকাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তাহলে রোহিত শর্মা অবসর নিতে পারেন। রিপোর্টে এও বলা হয়েছে, ভারত যদি জেতেও, তাতেও রোহিতের সিদ্ধান্ত কী হতে চলেছে তা নিয়ে কোনও পরিষ্কার ধারণা নেই। উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ সিদ্ধান্ত নির্ভর করবে রোহিতের উপর। যিনি অধিনায়ক হিসাবে ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
