বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ ধোনি, গ্রেড এ-তে শামি, বি-তে ঋদ্ধি
বোর্ডের নতুন চুক্তিতে জায়গা পেলেন ময়াঙ্ক অগরওয়াল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর এবং দীপক চহার।
নয়াদিল্লি: তাহলে কি মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট কেরিয়ারের যবনিকা পতন হয়ে গেল? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চুক্তি নবীকরণের তালিকায় ধোনির বাদ পড়ার পর এই প্রশ্নটাই যেন আরও জোড়াল হল। অক্টোবর ২০১৯ থেকে ২০২০ সেপ্টম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ ক্রিকেটাদের নামের যে তালিকা বৃহস্পতিবার বিসিসিআই প্রকাশ করেছে, সেখানে নাম নেই মহেন্দ্র সিংহ ধোনির। বোর্ডের নতুন চুক্তিতে জায়গা পেলেন ময়াঙ্ক অগরওয়াল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর এবং দীপক চহার।
The BCCI announces the Annual Player Contracts for Team India (Senior Men) for the period from October 2019 to September 2020.
Saini, Mayank, Shreyas, Washington and Deepak Chahar get annual player contracts. More details here - https://t.co/84iIn1vs9B #TeamIndia pic.twitter.com/S6ZPq7FBt1 — BCCI (@BCCI) January 16, 2020
উল্লেখিত ২৭ জন ক্রিকেটারের যে তালিকা বিসিসিআই আজ প্রকাশ করেছে, সেটি ৪টি গ্রেডে বিভক্ত। গ্রেড- এ প্লাস, গ্রেড- এ, গ্রেড- বি, ও গ্রেড- সি, এই চারটি গ্রেডেই ক্রিকেটারদের রাখা হয়েছে। এ প্লাস গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে এই তিন ফর্ম্যাটেই এই তিন ক্রিকেটার খেলেন। এই তিন তারকার সঙ্গে বাৎসরিক ৭ কোটি টাকার চুক্তি করেছে বোর্ড।
এ গ্রেডে রয়েছেন ১১ জন ক্রিকেটার। যাদের সঙ্গে বাৎসরিক ৫ কোটি টাকার চুক্তি করা হয়েছে। কারা রয়েছেন এই গ্রেডে?
১ . রবিচন্দ্রন অশ্বিন
২ . রবীন্দ্র জাদেজা
৩ . ভুবনেশ্বর কুমার
৪ . চেতেশ্বর পূজারা
৫ . অজিঙ্কা রাহানে
৬ . কে এল রাহুল
৭ . শিখর ধবন
৮ . মহম্মদ শামি
৯ . ঈশান্ত শর্মা
১০ . কুলদীপ যাদব
১১ . ঋষভ পন্থ
গ্রেড – বি (বাৎসরিক ৩ কোটি)
১ . ঋদ্ধিমান সাহা
২ . উমেশ যাদব
৩ . যুজবেন্দ্র চহাল
৪ . হার্দিক পাণ্ড্য
৫ . ময়াঙ্ক অগরওয়াল
গ্রেড - সি (বাৎসরিক ১ কোটি)
১ . কেদার যাদব
২ . নবদীপ সাইনি
৩ . দীপক চহার
৪ . মণীষ পাণ্ডে
৫ . হনুমা বিহারী
৬ শ্রেয়স আইয়ার
৭ শার্দুল ঠাকুর
৮ ওয়াশিংটন সুন্দর