এক্সপ্লোর
কুম্বলে সরে যাওয়ায় শূন্যস্থান তৈরি হয়েছে, বলছেন বাঙ্গার

পোর্ট অফ স্পেন: ভারতের প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলে ইস্তফা দেওয়ায় দলে শূন্যতা তৈরি হয়েছে। এমনই জানালেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তবে একইসঙ্গে তাঁর দাবি, ক্রিকেটাররা সেই ফাঁক ভরাট করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। প্রধান কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আজ দ্বিতীয় একদিনের ম্যাচ। তার আগে বাঙ্গার বলেছেন, ‘আমরা সবাই পেশাদার। যে কোনও সংগঠনেই বদল হয়। এই ধরনের ঘটনা হয়েই থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাপোর্ট স্টাফ ও ক্রিকেটাররা যথেষ্ট পেশাদারিত্ব দেখিয়েছেন। যখন কেউ দল ছেড়ে চলে যান, তখন কাজটা কঠিন হয়ে যায়। কিন্তু এটা মেনে নিতে হয়। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনওভাবেই দলের পারফরম্যান্সে প্রভাব পড়া উচিত নয়।’ প্রধান কোচ না থাকলেও, ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় কোনও সমস্যা হচ্ছে না বলেই দাবি বাঙ্গারের। তিনি আরও বলেছেন, খেলোয়াড়দের আস্থা অর্জন করতে পারলে কোচের কাজ অনেক সহজ হয়ে যায়। তিনি এটা শিখে গিয়েছেন। ধোনি, যুবরাজের মতো সিনিয়র ক্রিকেটাররা আরও কিছুদিন ভারতের হয়ে খেলবেন বলেই মনে করছেন বাঙ্গার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















