Nikhil Chopra on Indian Cricket: রাহানে, পূজারাকে নিয়ে এই বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
Nikhil Chopra on Indian Cricket: দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজের সহ অধিনায়কের পদ হারিয়েছিলেন অজিঙ্কা (ajinkya rahane)। এরপর প্রোটিয়া সফরে গিয়ে ব্যাটেও রান পাননি ২ জনে।
![Nikhil Chopra on Indian Cricket: রাহানে, পূজারাকে নিয়ে এই বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার 'They are backup players now, have served Indian cricket well': Former IND player makes big statement on Pujara, Rahane Nikhil Chopra on Indian Cricket: রাহানে, পূজারাকে নিয়ে এই বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/14/e43126f25fe48c9e8037036c2c6044d3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দীর্ঘদিন ধরেই অফফর্মে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকা সফরে তাঁদের পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে যে আদৌ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে তাঁদের ২ জনকে নেওয়া হবে কি না। দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজের সহ অধিনায়কের পদ হারিয়েছিলেন অজিঙ্কা। এরপর প্রোটিয়া সফরে গিয়ে ব্যাটেও রান পাননি ২ জনে। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিখিল চোপড়া বড় বয়ান দিলেন ২ অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে। তিনি মনে করেন যে এই মুহূর্তে ব্যাক আপ প্লেয়ার রাহানে, পূজারা।
একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নিখিল বলেন, ''রাহানে, পূজারা ও ইশান্ত এই মুহূর্তে একদমই ভাল পারফর্ম করছে না। বোঝাই যাচ্ছে যে তিনজনের বদলি খোঁজার সময় এসেছে। আমার মনে হয় রাহানে, পূজারা এখন ব্যাক আপ প্লেয়ার। ভারতীয় দলের হয়ে অনেক বছর দুর্দান্ত পারফর্ম করেছে ওরা। কিন্তু আমার মনে হয় এবার সময় এসেছে যে প্রয়োজন পরলেই ওদের ডাকা হোক। নইলে নির্বাচকদেরও অন্য কিছু ভাবতে হবে।''
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে ভারতের হারের জন্য অনেকেই দায়ী করছেন মিডল অর্ডারের ২ অভিজ্ঞ ব্যাটারের রান না পাওয়া। মাত্র ২০ গড়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১৩৬ রান করেছেন। পূজারার ঝুলিতে ছিল মাত্র ১২৪ রান। ২ জনেই একটি করে অর্ধশতরান মাত্র হাঁকিয়েছিলেন সফরে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যে, পরবর্তী সিরিজে রাহানে ও পূজারার জায়গায় শ্রেয়স আইয়ার ও হনুমা বিহারীকে যেন খেলানো হয়। কারণ নিজের অভিষেক টেস্টেই শতরান হাঁকিয়েছিলেন শ্রেয়স। এরপর দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ মেলেনি মুম্বইকরের।
সূত্রের খবর, ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের প্রভাব রাহানে, পূজারার বার্ষিক চুক্তিতেও পড়তে পারে। এই মুহূর্তে এ ক্যাটাগরিতে রয়েছেন ২ জন। কিন্তু বিসিসিআইয়ের যে নতুন তালিকা তৈরি করা হয়েছে, সেখানে হয়ত ২ জনই গ্রেডেশনে নেমে যেতে পারেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)