এক্সপ্লোর
Advertisement
Olympic India Medal Tally: দেশের গর্ব ওঁরা, জেনে নিন টোকিওয় পদকজয়ী ভারতীয়দের অজানা গল্প
জ্যাভলিনে সোনা এসেছে নীরজ চোপড়ার হাত ধরে। কুস্তিতে রুপো জিতেছেন রবি দাহিয়া। ভারোত্তোলনে রুপো জয় মীরাবাঈ চানুর। হকিতে ব্রোঞ্জ এসেছে ভারতের। এছাড়াও লভলিনা, বজরং, সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ এসেছে।
টোকিও: অলিম্পিক্সে মোট ৭টি পদক পেয়েছে এবার ভারত। অলিম্পিক্সের মঞ্চে এই প্রথমবার এতগুলো পদক ঝুলিতে পুরেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। জ্যাভলিনে সোনা এসেছে নীরজ চোপড়ার হাত ধরে। কুস্তিতে রুপো জিতেছেন রবি দাহিয়া। ভারোত্তোলনে রুপো জয় মীরাবাঈ চানুর। হকিতে ব্রোঞ্জ এসেছে ভারতের। এছাড়াও লভলিনা, বজরং, সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ এসেছে। গত চার বছরের ধারাবাহিক ভাল পারফরম্যান্সই এবার টোকিও অলিম্পিক্সে সাফল্য এনে দিয়েছে ভারতীয় ক্রীড়াবিদদের। এক নজরে দেখে নেওয়া যাক পদকজয়ীদের নানা জানা- অজানা তথ্য।
নীরজ চোপড়া (জ্যাভলিনে সোনা)
- হরিয়ানার পানিপথের ছেলে, বয়স ২৩ বছর
- ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিনে সোনা জয়
- ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জয়
- ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার দূরত্বে ছুড়ে সোনা জয়
- ২০১৬ সাউথ এশিয়ান গেমসে ৮২.২৩ মিটার দূরত্বে ছুড়ে সোনা জয়
- ২০১৮ কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জয়
- ২০২১ মার্চে জাতীয় রেকর্ড গড়েন ৮৮.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে
মীরাবাঈ চানু (ভারোত্তোলনে রুপো)
- ৪৯ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জয় টোকিও অলিম্পিক্সে
- মোট ২০২ কিলোগ্রাম তুলেছিলেন চানু
- স্ন্যাচে ৮৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি তুলেছিলেন তিনি
- মণিপুরে বাড়ি ২৬ বছরের মীরাবাঈয়ের
- ২০০৮ সাল থেকে কেরিয়ার শুরু
- পদ্মশ্রী ও রাজীব গাঁধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন
রবি দাহিয়া (কুস্তিতে রুপো)
- জন্ম:১৯৯৭ সালের ১২ ডিসেম্বর, বয়স ২৩ বছর
- হরিয়ানার সোনিপথে বাড়ি
- ৫৭ কেজি বিভাগে কুস্তিগীর
- ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্রোঞ্জ জেতেন
- ২০২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয়
- ২০১২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফের সোনা জয়
- অলিম্পিক্সের ফাইনালে হার, রুপো জয়
লভলিনা বড়গোহাঁই (বক্সিংয়ে ব্রোঞ্জ)
- অসমের গোলাঘাট জেলার বড়ামুখিয়া গ্রামের বাসিন্দা
- জন্ম: ২ অক্টোবর ১৯৯৭, বয়স ২৩ বছর
- প্রথমে কিক বক্সিংয়ে কেরিয়ার শুরু
- পরবর্তীতে বক্সিংয়ের প্রতি ঝোঁক
- ২০১২ থেকে বক্সিংয়ের অনুশীলন শুরু
- ২০১৮ ফেব্রুয়ারিতে ইন্ডিয়া ওপেনে সোনা জয়
- নভেম্বর, ২০১৭ তে ভিয়েতনামে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়
- জুন, ২০১৭ তে প্রেসিডেন্সি কাপেও ব্রোঞ্জ জয়
- ২০১৮ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ
- ২০২০ এশিয়ান অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বের কোয়ার্টার ফাইনালে খেলেছেন
- টোকিও অলিম্পিক্সের সেমিতে হেরে ঝুলিতে ব্রোঞ্জ
ভারতের পুরুষ হকি (ব্রোঞ্জ)
- ৪১ বছর বাদে হকিতে পদক অলিম্পিক্সে। টোকিওয় ব্রোঞ্জ মনপ্রীতদের
- ১৯৮০ সালে শেষবার হকিতে পদক পেয়েছিল ভারত
- অলিম্পিক্সে হকিতে এই নিয়ে ৮টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ ভারতের হকিতে
- ১৯৭২ সালের পর ৪৯ বছর বাদে অলিম্পিক্সের সেমিতে ভারতীয় হকি দল
- টোকিও অলিম্পিক্সে সেমিতে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জয়
বজরং পুনিয়া (কুস্তিতে ব্রোঞ্জ)
- হরিয়ানার ঝজ্জরে জন্ম ২৭ বছরের এই অ্যাথলিটের
- ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে কুস্তিগীর
- দিল্লিতে ২০১৩ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়
- ২০১৩ বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন
- ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জয়
- ২০১৪ এশিয়ান গেমসে রুপো
- ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জয়
- ২০১৫ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন
- ২০১৯ সালে পদ্মশ্রী সম্মান প্রাপক
- ২০১৯ এ রাজীব গাঁধী খেলরত্ন সম্মানে সম্মানিত
পিভি সিন্ধু (ব্যাডমিন্টনে ব্রোঞ্জ)
- ২৬ বছরের এই ক্রীড়াবিদের বাড়ি তেলেঙ্গানায়
- ২০১৬ রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন
- টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন
- ২০২০ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন
- অর্জুন, পদ্মশ্রী ও রাজীব গাঁধী খেলরত্ন সম্মানেও সম্মানিত হয়েছেন
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement