India Wins Gold: প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের, ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা মণীশ নারওয়ালের
৫০ মিটার পিস্তল এসইইচ ১ ইভেন্টে সোনা জিতলেন ভারতের মণীশ নারওয়াল
টোকিও: প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) এল আরও এক সোনার পদক। শ্যুটিং থেকে সোনা ও রুপো জয় ভারতের। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জয় মনীশ নারওয়ালের।একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার (Singhraj Adhana)। সব মিলিয়ে চলতি প্যারালিম্পিক্সে ১৫টি পদক জয় ভারতের।
হরিয়ানার কাথুরা গ্রামের বাসিন্দা মণীশ নারওয়াল (Manish Narwal) মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন। মণীশ তাঁর প্রথম দুটি শটেই মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর নাওয়াল দুরন্ত প্রত্যাবর্তন করেন। পাঁচটি শটের পর নারওয়াল প্রথম তিনে জায়গা করে নেন। পাঁচটি শটের পর তাঁর স্কোর ছিল ৪৫.৪। ১২ শটের পর মণীশ নারওয়াল ১০৪.৩ স্কোর করে পঞ্চম স্থান বজায় রাখেন।
অন্যদিকে, সিংহরাজ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছিলেন। ১৪ তম শটের পর সিংহরাজ চার নম্বরে ছিলেন সিংহরাজ। ১৪ তম শটের পর ফাইনাল ইভেন্টে মাত্র ছয় খেলোয়াড় ছিলেন। তাঁদের মধ্যে ভারতের দুজন সিংহরাজ ও মণীশ নারওয়াল। যদিও দুই খেলোয়াড়েরই ইভেন্টের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল।
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ শটে নিশ্চিত হল সোনা
১৫ তম শটের পর মণীশ নাওয়াল ১৩৩.৪ স্কোর করে তৃতীয় স্থানে পৌঁছে যান। ১৬ তম শটের পর সিংহরাজও প্রথম তিনে জায়গা করে নিতে সক্ষম হন। ২০ তম শটের পর ভারতের পদক জয় নিশ্চিত হয়। ৭.৫ স্কোর নিয়ে চিনের দুই খেলোয়াড়কে প্রতিযোগিতার বাইরে চলে যেতে হয়। শেষ শটে ভারতের হয়ে সোনা জেতেন মণীশ নারওয়াল। অন্যদিকে, রূপো জেতেন সিংহরাজ।
পিস্তল শ্যুটিং ইভেন্টে সোনা ও রুপো সহ দুটি পদক জয়ের পর টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫। প্যারালিম্পিক গেমসের ইতিহাসে ভারতের এটাই সেরা পারফরম্যান্স। শনিবার ভারতের ব্যাডমিন্টনে আরও দুটি পদক নিশ্চিত হয়েছে।
India Medal Tally, Paralympic 2020: ঝুলিতে ১৩ পদক, প্যারালিম্পিক্সে তালিকায় ৩৭ নম্বরে ভারত