India Medal Tally, Paralympic 2020: ঝুলিতে ১৩ পদক, প্যারালিম্পিক্সে তালিকায় ৩৭ নম্বরে ভারত
India Medal Tally Standings, Tokyo Paralympic 2020: প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ১৩টি পদক জিতেছে ভারত। ২টি সোনা, ৬টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ১৩টি পদক জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে।
টোকিও: প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ১৩টি পদক জিতেছে ভারত। ২টি সোনা, ৬টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ১৩টি পদক জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে। পদক তালিকায় ৩৭ নম্বরে রয়েছে ভারত।
পদক তালিকায় চিন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৮৫টি সোনা, ৫৩টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ-সহ মোট ১৮৪টি পদক জিতে তালিকায় শীর্ষে চিন। দু'নম্বরে থাকলেও পদক সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে গ্রেট ব্রিটেন। ৩৭টি সোনা-সহ মোট ১১১টি পদক জিতেছে তারা। ৩৪টি সোনা, ৩৪টি রুপো ও ২৪টি ব্রোঞ্জ সহ ৯২টি পদক জিতে তিন নম্বরে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরপিসি (রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি) এক ধাপ নেমে গিয়ে রয়েছে চার নম্বরে। ৩৪টি সোনা সহ মোট ১০৭টি পদক জিতেছে তারা। সোনার সংখ্যা সমান হলেও রুপোর পদকের সংখ্যায় পিছিয়ে থাকায় এক ধাপ নেমে গিয়েছে তারা।
প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন ভারতীয় তারকা। কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে টোকিওয় ব্রোঞ্জ পদক গলায় ঝোলান হরবিন্দর।
চলতি প্যারালিম্পিক্সে ফের পদক জয় ভারতের। তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন হরবিন্দর। ব্রোঞ্জের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কিম মিন সুইকে ৬-৫ ব্যবধানে হারান ভারতীয় খেলোয়াড়। হরবিন্দরের ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গেই চলতি প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা পৌঁছল ১৩-তে।
সেমিফাইনালে আমেরিকার কেভিন ম্য়াথের কাছে ৪-৬ এ হারেন হরবিন্দর। সেখানেই সোনা জয়ের আশা শেষ হলেও ব্রোঞ্জ পদকের সম্ভাবনা ছিলই। শেষ পর্যন্ত ব্রোঞ্জই জিতলেন তিনি। রুদ্ধশ্বাস ম্যাচে হরবিন্দর হারালেন কোরিয়ার নামী প্রতিপক্ষকে।
এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। চলতি গেমসের দশম দিনে জোড়া পদক ভারতের। পুরুষদের টি-৬৪ হাইজাম্পে প্রবীণ কুমারের রুপো জয়ের পর এবার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এস এইচ ওয়ানে ব্রোঞ্জ জিতলেন অবনী লেখারা। এবারের প্যারালিম্পিক্সে এর আগে সোনা জেতেন অবনী। ফের দেশকে পদক এনে দিলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সের একটি আসর থেকে একাধিক পদক জিতলেন অবনী।