India Medal Tally, Paralympic 2020: ৪ সোনা-সহ ১৭ পদক, প্যারালিম্পিক্সে ২৬ নম্বরে উঠে এল ভারত
India Medal Tally Standings, Tokyo Paralympic 2020: প্যারালিম্পিক্সে ফের সোনার দিন ভারতের। শনিবার জোড়া সোনা এল ভারতের ঝুলিতে।
টোকিও: প্যারালিম্পিক্সে ফের সোনার দিন ভারতের। শনিবার জোড়া সোনা এল ভারতের ঝুলিতে। ৫০ মিটার পিস্তল এসইইচ ১ ইভেন্টে সোনা জিতলেন ভারতের মণীশ নারওয়াল। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন ভারতীয় শাটলার প্রমোদ ভগৎ। সব মিলিয়ে ৪টি সোনা, ৭টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছেন ভারতের অ্যাথলিটরা। মোট ১৭টি পদক জিতেছে ভারত। পদক তালিকায় ২৬ নম্বরে উঠে এসেছে।
পদক তালিকায় চিন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৯৩টি সোনা, ৫৭টি রুপো ও ৫০টি ব্রোঞ্জ-সহ মোট ২০০টি পদক জিতে তালিকায় শীর্ষে চিন। দু'নম্বরে থাকলেও পদক সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে গ্রেট ব্রিটেন। ৪১টি সোনা-সহ মোট ১২২টি পদক জিতেছে তারা। ৩৬টি সোনা সহ মোট ১১৭টি পদক জিতেছে তিন নম্বরে রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি (RPC)। ৩৫টি সোনা সহ ১০১টি পদক জিতে চার নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।
শনিবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন প্রমোদ ভগৎ (Pramod Bhagat)। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন ভারতীয় শাটলার।
বিশ্বের এক নম্বর তারকা প্রমোদ শনিবার ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দিলেন। ২১-১৪ ব্যবধানে প্রথম গেম প্রমোদ জিতে নিলেও দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রমোদ একটা সময় ৪-১১ পিছিয়ে ছিলেন এবং মনে করা হচ্ছিল ম্যাচের ফয়সালা হবে তৃতীয় গেমে। কিন্তু সেখান থেকেই নাটকীয় প্রত্যাবর্তন ঘটান।
প্রসঙ্গত, এবারই প্রথম প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হয়েছে। আর প্রথমবারই সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন প্রমোদ। এদিনই একই ক্যাটাগরিতে (পুরুষ সিঙ্গলসের এস এল থ্রি) ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনোজ সরকার।
শ্যুটিং থেকে সোনা ও রুপো জয় ভারতের। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জয় মনীশ নারওয়ালের।একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার (Singhraj Adhana)। সব মিলিয়ে চলতি প্যারালিম্পিক্সে ১৫টি পদক জয় ভারতের।
হরিয়ানার কাথুরা গ্রামের বাসিন্দা মণীশ নারওয়াল (Manish Narwal) মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন। মণীশ তাঁর প্রথম দুটি শটেই মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর নাওয়াল দুরন্ত প্রত্যাবর্তন করেন। পাঁচটি শটের পর নারওয়াল প্রথম তিনে জায়গা করে নেন। পাঁচটি শটের পর তাঁর স্কোর ছিল ৪৫.৪। ১২ শটের পর মণীশ নারওয়াল ১০৪.৩ স্কোর করে পঞ্চম স্থান বজায় রাখেন।