Neeraj Chopra: মরশুমের সেরা লক্ষ্য স্থির করে ফেললেন, টোকিও চ্যাম্পিয়নশিপে সোনা জিততে মরিয়া নীরজ
Neeraj Chopra Update: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে টোকিও বিশ্বচ্যাম্পিয়নশিপ। ২১ সেপ্টেম্বর পর্য়ন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ। ২০২০ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ।

নয়াদিল্লি: কেরিয়ারে নব্বই মিটার দূরত্বে ছোড়াই তাঁর অন্য়তম লক্ষ্য। এখনও পর্যন্ত একবারই এই লক্ষ্যপূরণ করতে পেরেছেন। এমনকী কিছুদিন আগেই প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছেন। জুলিয়ান ওয়েবারকে টেক্কা দিয়ে দিয়েছেন তিনি। গত সপ্তাহে প্যারিস ডায়মন্ড লিগে সেরা থ্রো করেছিলেন নীরজ। ৮৮.১৬ মিটার দূরত্বে অতিক্রম করেছিলেন নীরজ। এর আগে দোহা ডায়মন্ড লিগেই ৯০ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। তবে মরশুমে নিজের সেরা পারফরম্যান্সের জন্য লক্ষ্য় স্থির করে ফেলেছিলেন নীরজ। চলতি বছরেই টোকিওতে হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানেই সোনা জিততে মরিয়া পানিপথের তরুণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরজ বলেছেন, ''জ্যান জেলেজনির অধীনে আমি নিজের প্রস্তুতি সারছি। অসাধারণ একজন অ্য়াথলিট ও কোচ। চলতি বছরেই ইতিমধ্যেই আমি ৯০ মিটার দূরত্ব পার করতে পেরেছি। জানি না আবার কবে পারব, কিন্তু আমি প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখছি না। এই মুহূর্তে চেক প্রজাতন্ত্রে আমি কোচিং সারছি। টোকিও এই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানেই আমি সোনা জিততে চাই। ওটাই মূল লক্ষ্য।''
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে টোকিও বিশ্বচ্যাম্পিয়নশিপ। ২১ সেপ্টেম্বর পর্য়ন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ। ২০২০ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেছিলেন নীরজ।
১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এখনও পর্যন্ত পুরুষদের জ্যাভলিনে রেকর্ড হয়ে রয়েছে। নীরজ তাঁর কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মার্ক ছুঁয়েছিলেন গত মাসে দোহা ডায়মন্ড লিগে নেমে। নীরজ অলিম্পিক্স.কমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার এদিন লক্ষ্য ছিল ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করার। কিন্তু আমার গতি অনেক বেশি ছিল। যা আমি কন্ট্রোল করতে পারিনি শেষ মুহূর্তে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি বেশ খুশি। অনেক দিন পর প্যারিস ডায়মন্ড লিগে ফের সোনা জিততে পারলাম।"
১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এখনও পর্যন্ত পুরুষদের জ্যাভলিনে রেকর্ড হয়ে রয়েছে। নীরজ তাঁর কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মার্ক ছুঁয়েছিলেন গত মাসে দোহা ডায়মন্ড লিগে নেমে। নীরজ অলিম্পিক্স.কমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার এদিন লক্ষ্য ছিল ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করার। কিন্তু আমার গতি অনেক বেশি ছিল। যা আমি কন্ট্রোল করতে পারিনি শেষ মুহূর্তে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি বেশ খুশি। অনেক দিন পর প্যারিস ডায়মন্ড লিগে ফের সোনা জিততে পারলাম।"
এরপরই নীরজ বলেন, ''আমি জ্যানের অধীনে কোচিং করছি। আমাকে ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। জ্যান নিজে ৯০ মিটারের বেশি মার্ক প্রায় ৫২ বার অতিক্রম করেছেন।'' নিজের কোচের রেকর্ড ভাঙা নিয়ে নীরজ বলেন, ''আমার এখন একটাই লক্ষ্য যে নব্বই মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে চাই। অন্তত ৯৫ মিটার দূরত্ব অতিক্রম করতে চাই অবশ্য়ই।''






















