এক্সপ্লোর
অজি অধিনায়ক টিম পেইনের চোয়ালচাপা লড়াই ভেস্তে দিল পাকিস্তানের জয়ের স্বপ্ন

দুবাই: অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে চলতি সিরিজের প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল। জয়ের মুখে এসেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল পাকিস্তানকে। আর এর পিছনে রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের চোয়ালচাপা লড়াই। আর এজন্যই জিততে জিততেও খালি হাতে ফিরতে হল পাকিস্তানকে। দুবাইয়ে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার কাছে ৪৬২ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তান। কিন্তু টেস্টের শেষদিন ৮ উইকেটে ৩৬২ রান করে হার বাঁচায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৮২ রানের জবাবে অস্ট্রেলিয়া ২০২ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৮১ রানে ডিক্লেয়ার করে দেয়। জয়ের জন্য ৪৬২ রানের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা আদৌ সহজ ছিল না। কিন্তু ওপেনার উসমান খোয়াওয়া ১৪১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ট্রাভিস হেডও ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তাঁর সঙ্গে যোগ্য সহায়তা করেন। কিন্তু এই দুজনের ইনিংসের পরেও পাক স্পিনার ইয়াসির শাহর স্পিনের জালে ফাঁসতে দেখা যায় অজি ব্যাটসম্যানদের। একটা সময় পাকিস্তান জয়ের গন্ধ পাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত অজি ইনিংসের হাল ধরেন টিম পেইন। তিনি ৬১ রান করেন। কিন্তু ক্রিজ আঁকড়ে পড়ে থেকে খেললেন ১৯৪ টি বল। খোয়াওয়াজা আউট হওয়ার পর তখন ১৪.৩ ওভার খেলা বাকি ছিল। এরপর ইয়াসিরের বলে ফিরে যান মিচেল স্টার্ক ও পিটার সিডল। কিন্তু ১০ নম্বর ব্যাটসম্যান নাথন লিয়ঁও (অপরাজিত ৫)-কে সঙ্গে নিয়ে ১২.১ ওভার ক্রিজে কাটিয়ে দেন পেইন। শেষ ওভারে নয় ফিল্ডারকে দিয়ে ব্যাটসম্যানের ঘাড়ে নিঃশ্বাস ফেলার বন্দোবস্ত করেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু পেইনকে টলানো সম্ভব হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















