এক্সপ্লোর

২০২৪ নির্বাচন এর ফল

(Source: ECI/ABP News/ABP Majha)

Sports Highlights: ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়, রোনাল্ডো-মেসি রেষারেষি, ময়দানের সব খবরের ঝলক

Top Sports News: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। রোনাল্ডোকে নিজের ক্লাব দলে চান না মেসি। খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।

কলকাতা:  ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। রোনাল্ডোকে নিজের ক্লাব দলে চান না মেসি। খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।

সিরিজ জয়

 মাত্র দিন চারেক আগের ঘটনা। এজবাস্টনে টেস্ট ম্যাচে হেরে মাথা নীচু করে মাঠ ছেড়েছিলেন যশপ্রীত বুমরা-বিরাট কোহলিরা (Virat Kohli)। শনিবার সেই এজবাস্টনেই হাসি ফিরল ভারতীয় শিবিরে (Team India)। ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (Ind vs Eng) দ্বিতীয় ম্যাচেও হারাল ভারত। ৪১ রানে রোহিত শর্মারা ম্যাচ জিততেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ১ ম্যাচ বাকি থাকতেই।

বল হাতে ভারতের জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। কেন তিনি ভারতের টি-টোয়েন্টি দলে কার্যত অপরিহার্য, তা এদিন ফের প্রমাণ করলেন ভুবি। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। তাঁর শিকারের তালিকায় জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভুবনেশ্বরই। স্বাভাবিকভাবেই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বাছা সম্ভব ছিল না।

বল হাতে জ্বলে উঠেছিলেন যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহালরাও। বুমরা ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে নেন ২ উইকেট। তিনিও একটি মেডেন ওভার পেয়েছেন। ২ ওভারে ১০ রানে ২ উইকেট চাহালের। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্য ও হর্ষল পটেলের। ভারতের ১৭০/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

স্পষ্টবাদী কপিল

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ শতরান এসেছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। তারপর প্রায় তিন বছর হতে চলল, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পরবর্তী শতরানের অপেক্ষায় রয়েছেন ‘কিং কোহলি’। ভারতীয় দলে তাঁর জায়গা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন কপিল দেব।

জল্পনা অনুযায়ী সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কোহলির ভবিষ্যৎ নাকি চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্সের উপর নির্ভরশীল। এই বিষয়ে কপিল দেব একেবারে স্পষ্টবাক। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি আইসিসির ক্রমতালিকায় বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin দলকে বাদ দেওয়া গেলে কোহলিকেও বাদ দেওয়া সম্ভব।

জমজমাট লড়াই

মার্নাশ লাবুশানে ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরির পর মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস হয়তো অন্যরকম কিছু ভেবেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তোলা ৩৪৬ রানের জবাবে গলে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার (Aus vs SL) স্কোর ১৮৪/২।

গলের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। সেই অবস্থাতেই দ্বিতীয় টেস্টে খেলতে নেমে স্টিভ স্মিথ ও লাবুশানের সেঞ্চুরির উপর দাঁড়িয়ে প্রথম দিন দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনটা অজিদের হলেও দ্বিতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। এদিন সকালে ৬৬ রানে শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৩৬৪ রানে থামিয়ে দেন শ্রীলঙ্কার বোলাররা। এরপর ব্যাট হাতেও দারুণ লড়াই করে শ্রীলঙ্কা। ফলে দ্বিতীয় দিনের শেষে জমে গেল টেস্ট ম্যাচ।

মেসির হুমকি!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi), মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা দুই ফুটবলার। বিশ্বের অগণিত অনুরাগীরা অন্তত একবার হলেও, এই দুই মহাতারকাকে একসঙ্গে একই দলের হয়ে খেলতে দেখতে চান। তবে এমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

গত মরসুমে ফুটবলবিশ্বে প্রবল আলোড়ন জাগিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। তবে এক বছর পরেই রোনাল্ডোর ম্যান ইউনাইটেড ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। বিগত ১৫ বছর ধরে রেড ডেভিলসদের পাশাপাশি রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে আসছেন ‘সিআরসেভেন’। তবে এ বছর ম্যান ইউনাইটেডে থাকলে চ্যাম্পিয়ন্স লিগ নয়, বরং উয়েফা ইউরোপা লিগেই খেলতে হবে রোনাল্ডোকে।

গত বছর প্রিমিয়র লিগে ইউনাইটেড ষষ্ঠ স্থানে শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেনি তারা। এরপরেই আসন্ন মরসুমে রোনাল্ডো আদৌ দলে থাকবেন কি না, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও বেড়েছে। এমনকী, ম্যান ইউনাইটেডের প্রাক-মরসুমেও দলের সঙ্গে সফরে যাচ্ছেন না রোনাল্ডো। যদিও তিনি পারিবারিক কারণেই দলের সঙ্গে প্রাক-মরশুম সফরে যাননি বলে জানানো হয়েছে। তাও অনেকেই মনে করছেন ইউনাইটেডে আর খেলবেন না বলেই রোনাল্ডোর এই সিদ্ধান্ত।

রোনাল্ডো ইউনাইটেড ছাড়লে, পর্তুগিজ মহাতারকাকে দলে নেওয়ার জন্য যে কোনও বিখ্যাত ক্লাবই ঝাঁপাবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সাঁ-জাঁর (Paris Saint-Germain) নামও শোনা যাচ্ছে। এই দলেই আবার গত মরসুমে যোগ দিয়েছেন লিওনেল মেসি, রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপেরাও। রোনাল্ডো যোগ দিলে মহাতারকার মেলা দেখা যাবে পিএসজিতে। তবে রিপোর্ট অনুযায়ী, মেসি নাকি পিএসজি কর্ণধারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি রোনাল্ডোর সঙ্গে একদলে খেলবেন না।

বিরক্ত বেয়ারস্টো

এজবাস্টন টেস্টে কার্যত একার হাতে তিনি ভারতকে হারিয়ে দিয়েছেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ম্যাচের সেরাও হয়েছিলেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)।

ভারতীয় ক্রিকেটারেরা তাঁকে থামাতে স্লেজিং অস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু সেই অস্ত্রই ব্যুমেরাং হয়ে ফেরে ভারতের কাছে। বিশেষ করে বিরাট কোহলি (Virat Kohli) বেয়ারস্টোকে স্লেজিং করার পর তাঁর আক্রমণাত্মক ব্যাটিং শুরু হয়েছিল বলে আগেই খোঁচা দিয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। এবার সেই একই কথা বললেন জেমস অ্যান্ডারসন। জানালেন, ড্রেসিংরুমে কী বলেছিলেন বেয়ারস্টো।

অ্যান্ডারসন বলেছেন, 'প্রথম ইনিংসে বিরতির সময় জনি ৮০ মতো রানে অপরাজিত ছিল। বিরাট তখন ওকে খুব স্লেজিং করছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিরাট স্লেজিং করার আগে ওর স্ট্রাইক রেট ছিল ২০। পরে সেটাই দেড়শো হয়ে যায়।' অ্যান্ডারসন যোগ করেছেন, 'লাঞ্চ বিরতিতে ড্রেসিংরুমে এসে জনি প্রথমেই বলেছিল, কবে যে ওরা মুখ বন্ধ রাখতে শিখবে...'

জল্পনা জাডেজাকে নিয়ে

 গত বছর আইপিএল (IPL) শেষের পর থেকেই চেন্নাই সুপার কিংসে (Chennai Super kings) রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা শোনা যাচ্ছিল। সিএসকের প্রাক্তন অধিনায়ক নাকি দল ছাড়তে পারেন, এমন খবর ছড়াচ্ছিল। সেই সময়ে কোনওরকমে এই জল্পনা ধামাচাপা দিয়ে দিলেও, ফের একবার জাডেজার সিএসকের ছাড়ার জল্পনা ঘিরে উত্তাল ক্রিকেটবিশ্ব।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Dev in Ghatal: 'যে মারছে, যে মার খাচ্ছে, সব আমার, আমি স্তম্ভিত', ঘাটালে ধুন্ধুমার, মুখ খুললেন দেব
'যে মারছে, যে মার খাচ্ছে, সব আমার, আমি স্তম্ভিত', ঘাটালে ধুন্ধুমার, মুখ খুললেন দেব
Ghatal News: দেবের সঙ্গে সংঘাতের মাশুল? শাস্তির মুখে পড়তে পারেন শঙ্কর, ঘাটালের ঘটনায় রিপোর্ট চাইলেন তৃণমূল নেতৃত্ব
দেবের সঙ্গে সংঘাতের মাশুল? শাস্তির মুখে পড়তে পারেন শঙ্কর, ঘাটালের ঘটনায় রিপোর্ট চাইলেন তৃণমূল নেতৃত্ব
Rishabh Pant: ঋষভের কাছে ২৭ কোটি 'নস্যি' ! বহু কোম্পানিতে বিনিয়োগ কোটি-কোটি টাকা, জানেন কোন কোম্পানিতে কত ?
ঋষভের কাছে ২৭ কোটি 'নস্যি' ! বহু কোম্পানিতে বিনিয়োগ কোটি-কোটি টাকা, জানেন কোন কোম্পানিতে কত ?
Cyclone Fengal Update: অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
Advertisement
ABP Premium

ভিডিও

Bijaygarh News: শহরে পরপর অগ্নিকাণ্ড, এবার বিজয়গড়ে বাড়িতে আগুন | ABP Ananda LIVETmc News: তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর, দূরত্ব তৈরির চেষ্টা? | ABP Ananda LIVESwargaram: ঘাটালে তুলকালাম, দেব এবং শঙ্কর অনুরাগীদের মধ্যে বচসা, হাতাহাতিTMC Innner Clash: 'ঘটনাটা খুব দুঃখজনক', ঘাটালের ঘটনার পর আর কী বললেন দেব? ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dev in Ghatal: 'যে মারছে, যে মার খাচ্ছে, সব আমার, আমি স্তম্ভিত', ঘাটালে ধুন্ধুমার, মুখ খুললেন দেব
'যে মারছে, যে মার খাচ্ছে, সব আমার, আমি স্তম্ভিত', ঘাটালে ধুন্ধুমার, মুখ খুললেন দেব
Ghatal News: দেবের সঙ্গে সংঘাতের মাশুল? শাস্তির মুখে পড়তে পারেন শঙ্কর, ঘাটালের ঘটনায় রিপোর্ট চাইলেন তৃণমূল নেতৃত্ব
দেবের সঙ্গে সংঘাতের মাশুল? শাস্তির মুখে পড়তে পারেন শঙ্কর, ঘাটালের ঘটনায় রিপোর্ট চাইলেন তৃণমূল নেতৃত্ব
Rishabh Pant: ঋষভের কাছে ২৭ কোটি 'নস্যি' ! বহু কোম্পানিতে বিনিয়োগ কোটি-কোটি টাকা, জানেন কোন কোম্পানিতে কত ?
ঋষভের কাছে ২৭ কোটি 'নস্যি' ! বহু কোম্পানিতে বিনিয়োগ কোটি-কোটি টাকা, জানেন কোন কোম্পানিতে কত ?
Cyclone Fengal Update: অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
Best Stocks To Buy: সোমের সেরা তিন স্টক হতে পারে এগুলি, আপনার কাছে কোনটি আছে ?
সোমের সেরা তিন স্টক হতে পারে এগুলি, আপনার কাছে কোনটি আছে ?
Upcoming IPO: আগামী সপ্তাহে এই ৬ আইপিও ঘিরে উত্তপ্ত হবে শেয়ার বাজার, কোনটা নেওয়া উচিত ?
আগামী সপ্তাহে এই ৬ আইপিও ঘিরে উত্তপ্ত হবে শেয়ার বাজার, কোনটা নেওয়া উচিত ?
Kakdwip News: ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার ২ স্কুল ছাত্রীর দেহ, চাঞ্চল্য কাকদ্বীপে
ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার ২ স্কুল ছাত্রীর দেহ, চাঞ্চল্য কাকদ্বীপে
IND vs AUS: বাইশের যশস্বীর স্পর্ধাকে দরাজ সার্টিফিকেট দিলেন গাওস্কর
বাইশের যশস্বীর স্পর্ধাকে দরাজ সার্টিফিকেট দিলেন গাওস্কর
Embed widget