(Source: ECI/ABP News/ABP Majha)
UCL 2023: ট্রেবল জয়ের হাতছানি ম্যান সিটির সামনে, প্রতিপক্ষ ইন্টার, কখন, কোথায় দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?
Man City vs Inter Milan: কদিকে যেখানে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন পেপ গুয়ার্দিওলার ছেলেরা। সেখানে ইন্টার মিলানের লক্ষ্য নিজেদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়।
ইস্তানবুল: আজ ইউরোপের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League Final 2023) খেতাবি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ও ইন্টার মিলান (Man City vs Inter Milan)। একদিকে যেখানে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ছেলেরা। সেখানে ইন্টার মিলানের (Inter Milan) লক্ষ্য নিজেদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়।
ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) আগেই এ মরসুমের প্রিমিয়ার লিগ জিতে নিয়েছিল। সদ্যই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে হারিয়ে এফএ কাপেও কব্জা করেছে সিটি। এবার যদি গুয়ার্দিওলার দল চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারে, তাহলে ১৯৯৯ সালে ম্যান ইউনাইটেডের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসাবে ট্রেবল জিতে নেবে সিটি। গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়ার পর জার্মানি, ইংল্যান্ডে প্রচুর লিগ, কাপ জিতলেও, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। এই নিয়ে তাঁকে সমালোচনারও শিকার হতে হয়েছে। এবার সেই সমালোচনা মুছে ফেলার একটি বড় সুযোগ রয়েছে পেপের সামনে।
অপরদিকে, ২০১০ সালে হোসে মোরিনহোর অধীনে শেষবার ইউরোপের সেরা হয়েছিল ইতালির ক্লাব ইন্টার মিলান। সেবার নেরাজুরি ট্রেবল জিতলেও, আর চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারেনি। এক দশকের অধিক সময়ের সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে রোমেলু লুকাকুদের সামনে। ইন্টার মিলান এ মরসুমে লিগ খেতাব জিততে না পারলেও, ইতিমধ্যেই কোপা ইতালিয়া খেতাব জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেদের জায়গাও পাকা করেছেন লাউতারো মার্তিনেজরা। এবার তাঁদের লক্ষ্য খেতাব জয়। দুই শক্তিধর দলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারতেন সমর্থকরা।
কাদের ম্যাচ?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেতাবি লড়াইয়ে ইন্টার মিলান ও ম্যাঞ্চেস্টার সিটি একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা?
ইস্তানবুলের অলিম্পিক্স স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে
কবে ম্যাচ?
ইস্তানবুলের সময় অনুযায়ী ১০ জুন, শনিবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় অনুযায়ী রবিবার, ভোররাত ১২.৩০টায় শুরু হবে দুই দলের খেতাবি লড়াই।
কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইন স্ট্রিমিং
অনলাইনে এই ম্যাচের সম্প্রচার সোনি লিভ অ্যাপে দেখা যাবে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা