Long Covid : লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা
গবেষণাপত্রে দাবি করা হয়েছে,কোভিড আক্রান্ত হওয়ার পর যাঁরা দুই সপ্তাহ মেটফর্মিন খেয়েছেন, তাঁরা লং-কোভিডের হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পেরেছেন।
মেটফর্মিন ( metformin ) - এই ওষুধটির নাম হয়ত অনেকেই জানেন। ডায়াবেটিসের (diabetes ) রোগীদের মধ্যে বহুল প্রচলিত এই ওষুধটির দামও নাগালের মধ্যে। এবার এই ওষুধের আরেকটি উপকারিতা দাবি করল মেডিক্যাল জার্নাল ল্যানসিট (Lancet Infectious Diseases)।
কোভিড আক্রান্ত হওয়ার পরও দীর্ঘকাল কোভিডের লক্ষণগুলি থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কোভিড (SARS-CoV-2) নেগেটিভ হওয়ার পরও দেখা গিয়েছে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে নানা সংস্যা দেখা দিচ্ছে। একেই বলে লং কোভিড। ওই গবেষণাপত্রে দাবি করা হয়েছে,কোভিড আক্রান্ত হওয়ার পর যাঁরা দুই সপ্তাহ মেটফর্মিন খেয়েছেন, তাঁরা লং-কোভিডের হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পেরেছেন। দেখা গিয়েছে, প্রায় ৪০ শতাংশ ঝুঁকি কমে যায় এই ওষুধ সেবনে।
চিকিৎসকদের মতে, কিছু রোগীদের মধ্যে করোনার কিছু কিছু উপসর্গ থেকে যাচ্ছে কোভিড সেরে যাওয়ার পরেও, কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা কয়েক বছর। তাকেই বলা হচ্ছে long Covid। এই লং কোভিড সারিয়ে তোলার কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে ৬৫ মিলিয়ন মানুষ কোভিড পরবর্তী লং কোভিডে আক্রান্ত। ২০২৩ সালের জানুয়ারিতে এই গবেষণা পত্রে জানায় Nature Reviews Microbiology।
ল্যানসেটের নতুন এক গবেষণায় (The Lancet Infectious Diseases) লং কোভিডে আক্রান্ত রোগীদের উপর সার্ভে করেন। সেখানে দেখা গিয়েছে, SARS-CoV-2 আক্রান্তদের মধ্যে লং কোভিডের ঝুঁকি কমিয়ে দেওয়া যেতে পারে কয়েকটি নির্দিষ্ট ওষুধ খেলে।
Lancet -এ প্রকাশিত গবেষণায় University of Minnesota Medical School এর Dr Carolyn Bramante জানান, long Covid জনস্বাস্থ্যে জরুরি অবস্থা, যা শুধু শরীর নয়, মনকেও বিপর্যস্ত করে। বিশেষত আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই জরুরি। তিনি দাবি করেন, গবেষণায় দেখা গিয়েছে, ডায়াবেটিসের রোগীদের জন্য ব্যবহৃত ওষুধ metformin, লং কোভিডের ঝুঁকি অনেকটা কমিয়ে আনে। তবে যাঁরা ইতিমধ্যেই লং কোভিডে ভুগছেন, তাঁদের জন্য এই ওষুধ আদৌ কার্যকরী হবে কি না, তা এখনও বলা যাচ্ছে না।
কাদের উপর করা হয় ট্রায়াল ?
- যাঁরা শেষ তিনদিনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন।
- যাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়নি।
- যাঁদের বয়স ৩০ এর বেশি
- যাঁরা ওজন বেশি হওয়ার জন্য যাঁদের কোভিড হওয়ার ঝুঁকি ছিল।
- ১১২৬ জনের উপর ট্রায়াল হয়।
- যাঁদের আগে কোভিড হয়নি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )