Cristiano Ronaldo: হতাশ করলেন রোনাল্ডো, ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের বাইরে ম্যান ইউ
UEFA Champions League: ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে আয়াখসকে ১-০ গোলে হারাল বেনফিকা।
ওল্ড ট্র্যাফোর্ড: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিনি দু’টি ক্লাবের হয়ে মোট পাঁচবার এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু গত কয়েকটি মরসুম তাঁর ভাল যাচ্ছে না। বিশেষ করে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছেড়ে জুভেন্টাসে (Juventus) সই করার পর থেকেই তাঁর পারফরম্যান্স নিম্নমুখী। পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরেও ছবিটা বদলায়নি। এবারও হতাশাজনকভাবেই ‘সিআর ৭’-এর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হল। গতকাল রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘরের মাঠে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico Madrid) কাছে ০-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল। অ্যাটলেটিকোর পক্ষে দুই পর্ব মিলিয়ে ফল ২-১।
প্রথম পর্বের ম্যাচে মাদ্রিদে গিয়ে ১-১ ড্র করে এসেছিলেন রোনাল্ডোরা। অ্যাওয়ে ম্যাচে গোল করার ফলে তাঁরা এগিয়েছিলেন। ফলে ম্যান ইউ সমর্থকরা আশা করেছিলেন, ঘরের মাঠে জ্বলে উঠবেন রোনাল্ডো, পল পোগবা, এডিনসন কাভানি, হুয়ান মাতারা। কিন্তু তাঁরা কেউই দলকে জেতাতে পারলেন না। সবচেয়ে বেশি হতাশ করলেন রোনাল্ডো।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেননি রোনাল্ডো। এই নিয়ে দ্বিতীয়বার তাঁর দল শেষ ১৬ পর্ব থেকেই ছিটকে গেল। কয়েকদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়ার পর রোনাল্ডোকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। কিন্তু তিনি অ্যাটলেটিকোর বিরুদ্ধে ৯০ মিনিটে একবারও গোল লক্ষ্য করে শট মারতে পারলেন না। এমনকী, সারা ম্যাচে বিপক্ষের বক্সে একবারও বল ধরতে পারেননি তিনি। ৩,৯৬৯ দিন পরে রোনাল্ডোর এরকম হতাশাজনক পারফরম্যান্স দেখা গেল। গত ১৬ মরসুম ধরে যে ক্লাবের হয়েই খেলেছেন, অন্তত একটি করে ট্রফি জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। কিন্তু এবার তাঁর দল ট্রফিশূন্য থাকছে। সবমিলিয়ে হতাশ হয়েই এবারের মরসুম শেষ করতে হচ্ছে তাঁকে।
এই ম্যাচের ৪১ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান রেনান লদি। এরপর আর কোনও গোল হয়নি। সেভাবে গোলের সুযোগও তৈরি হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আয়াখসকে ১-০ গোলে হারিয়ে পরের পর্বে গেল বেনফিকা। ৭৭ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ডারউইন নুনেজ।