এক্সপ্লোর
Advertisement
ভাবতেই পারছি না, সিএসকে-র সঙ্গে নেই, বললেন রায়না, আমাকে, রায়নাকে মিস করবে না অভিজ্ঞতায় সমৃদ্ধ দল, জানালেন হরভজন
আইপিএলের ইতিহাসে সিএসকে-র হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স দেখিয়েছেন রায়না। তাঁকে কি মিস করছে সিএসকে? রায়না নিজে কিছু না বললেও সিএসকে-র আরেক স্টার বোলার হরভজন সিংহ বলেছেন, সিএসকে তিনি বা রায়না, কাউকেই মিস করবে না। বরং তিনিই সিএসকে-কে মিস করছেন।
নয়াদিল্লি: টিমের সঙ্গে আইপিএল ২০২০ খেলতে দুবাই গিয়েও আচমকা দেশে ফিরে এসে চেন্নাই সুপার কিংস (সিএসকে) সমর্থকদের চমকে দেওয়া সুরেশ রায়না এখন বলছেন, আমি টিমের সঙ্গে নেই, ভাবতেই পারছি না, অকল্পনীয়। মহেন্দ্র সিংহ ধোনির টিমের নির্ভরযোগ্য বাঁ হাতি ব্যাটসম্যান ধোনির মতোই গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দেশে ফিরে পরে তিনি পরিবারের সঙ্গে থাকতেই নিজেকে সিএসকে থেকে সরিয়ে নিয়েছেন বলে জানান। তবে দেশে থাকলেও কি রায়নার মন পড়ে রয়েছে দুবাইয়ে? তিনি ট্যুইট করেছেন, ছেলেরা তোমাদের সার্বিক সাফল্য কামনা করি চেন্নাই আইপিএলে। আজ ওখানে আমি নেই, এটা ভাবতেই পারছি না, কিন্তু আমার সব শুভেচ্ছা রয়েছে তোমাদের সঙ্গে। তোমাদের পাঠাচ্ছি। যাও, লক্ষ্যভেদ করো। পাশাপাশি তিনি দুবাই ফিরে দিয়ে সিএসকের সঙ্গে যোগ দিতে পারেন বলেও জানিয়েছেন রায়না।
Wishing you all the success boys @ChennaiIPL. Unimaginable for me that I’m not there today, but all my wishes are with you. Sending you all the good vibes! Go get it! ???? #WhistlePodu https://t.co/G48ybhcbYR
— Suresh Raina???????? (@ImRaina) September 19, 2020
আইপিএলের ইতিহাসে সিএসকে-র হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স দেখিয়েছেন রায়না। তাঁকে কি মিস করছে সিএসকে? রায়না নিজে কিছু না বললেও সিএসকে-র আরেক স্টার বোলার হরভজন সিংহ বলেছেন, সিএসকে তিনি বা রায়না, কাউকেই মিস করবে না। বরং তিনিই সিএসকে-কে মিস করছেন।
হরভজন বা রায়না নেই, কোভিড- ১৯ থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনও দলে যোগ দিতে পারেননি সিএসকে-র রুতুরাজ গায়কোয়াড়। এসব প্রতিবন্ধকতা নিয়েই মাঠে নেমেছেন ধোনি। কিন্তু পারফরম্যান্সের ক্ষেত্রে এর কোনওটাই ধোনির সামনে অন্তরায় হবে না বলেই মনে করেন হরভজন। তিনি বলেছেন, সিএসকে সেই গোত্রের দল যাদের ’’যথেষ্ট অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এবার টিমে হরভজন সিংহ, সুরেশ রায়না নেই। কিন্তু এতে ওদের মাথাব্যথা হওয়ার নয়। ওদের শেন ওয়াটসন, এম এস ধোনি, ব্র্যাভো, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ প্লেয়ার আছেন। সিএসকে-র হয়ে খেলতে না পেরে আমি বরং মিস করছি। জানি না ওরা আমাকে কতটা মিস করছে। আমাকে বা রায়নাকে ছাড়াই ওরা এগিয়ে যেতে পারবে।‘‘
সেপ্টেম্বরের প্রথমে দুবাই যাওয়ার কথা ছিল হরভজনের। কিন্তু ব্যক্তিগত কারণে সেখানে না গিয়ে তিনি থেকে গিয়েছেন পরিবারের সঙ্গে। প্রথমে দলের হয়ে খেলার কথা থাকলেও পরে এক বিবৃতিতে হরভজন জানিয়ে দেন কোভিড ১৯ অতিমারি পরিস্থিতিতে তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকাটাই বেশি প্রয়োজনীয়। গোটা টুর্নামেন্টের জন্য সিএসকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement