UWW Ranking Series: পাঁচ বছর পর আন্তর্জাতিক কুস্তির মঞ্চে ফের সোনা জয় সাক্ষী মালিকের
UWW Ranking Series 2022:কিন্তু সাক্ষীর প্রত্যাবর্তনই এদিন সবচেয়ে বড় খবর কুস্তিতে। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী কমনওয়েলথ গেমসে ২০১৭ সালে সোনা জিতেছিলেন।
লন্ডন: পাঁচ বছরের অপেক্ষা শেষ অবশেষে ফের কুস্তিতে সোনা জিতলেন সাক্ষী মালিক। ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং সিরিজ়ে ইভেন্টে সোনা জিতলেন ভারতীয় মহিলা কুস্তিগীর। মানসী ও দিব্যাও ভারতীয় কুস্তিগীরদের মধ্যে পোডিয়ামে শীর্ষে ছিলেন। কিন্তু সাক্ষীর প্রত্যাবর্তনই এদিন সবচেয়ে বড় খবর কুস্তিতে। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী কমনওয়েলথ গেমসে ২০১৭ সালে সোনা জিতেছিলেন। এদিন ফাইনালে তিনি হারিয়ে দিয়েছিলেন কাজাখস্তানের কুস্তিগিরইরিনা কুজনেতসোভাকে।
মানসী নিজে ৫৭ কেজি বিভাগে সোনা জিতেছেন। তিনিও হারিয়ে দিয়েছেন কাজাখাস্তানের এমা তিসসিনাকে। দিব্যা কাকরান ৬৮ কেজি বিভাগে সোনা জিতেছেন এই টু্নামেন্টে। মহিলাদের ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন পূজা। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত পাঁচটি পদক পেয়েছে ভারত। বৃহস্পতিবার গ্রেকো-রোমান কুস্তিতে সোনা জিতেছেন নীরজ।
ভারতের হয়ে রিও অলিম্পিক্সে মহিলাদের রেসলিংয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাক্ষী। ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। রিওর সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল যখন প্রিয় ছাত্রী পদক জয়ের পর সাক্ষীর কোচ তাঁকে কাঁধে তুলে নিয়েছিলেন। চোখে জল চলে এসেছিল সাক্ষীর। তাঁর হাতে তখন ছিল তেরঙ্গা। রোহতকের সাক্ষী পদক জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন প্রথম থেকেই। মহিলাদের রেসলিংয়ের ৫৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে কিরগিজস্তানের আইসুলু টিনিবিকেভাকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি।
রোহতকের মোখরা গ্রামে জন্ম হয় সাক্ষীর। একজন মেয়ে হয়ে খেলার জগতে আসায় অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল সাক্ষীকে প্রথমে। তাঁর কোচকেও কথা শুনতে হয়েছিল। কিন্তু প্রথম থেকেই সাক্ষীর পরিবার তাঁকে সমর্থন করে এসেছে।