Mamata Banerjee: স্পেন সফরে লা লিগার সভাপতির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকবেন সৌরভও
Sourav Ganguly: মুখ্যমন্ত্রী ও লা লিগা সভাপতির এই বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডন থেকে মাদ্রিদে আসবেন।
সৌমিত্র রায়, কলকাতা: মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পেন সফরে থাকবে চমক। ১৪ সেপ্টেম্বর, মাদ্রিদে লা লিগার (La Liga) সভাপতি হাভিয়ার তেবাজের (Javier Tebas) সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠকের কথা ট্যুইট করে জানানো হয়েছে লা লিগার তরফে।
সূত্রের খবর, বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ স্বাক্ষরিত হতে পারে। সেই চুক্তির মাধ্যমে কলকাতা তথা ভারতীয় ফুটবলের উন্নতি সাধনই হল লক্ষ্য। বাংলার মুখ্যমন্ত্রী অবশ্য একা নন, তাঁর সঙ্গে ওই বৈঠকে আর বিশিষ্টজনদের থাকার কথা রয়েছে। এদের মধ্যে রয়েছেন কলকাতার তিন প্রধান, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের কর্তারাও। মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত ও মহমেডানের ইশতিয়াক আমেদ ক্লাবগিুলর হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন।
📅 Beyond the 90 minutes, this week in LALIGA: pic.twitter.com/EH6Dp7D15G
— LALIGA Corporativo (@LaLigaCorp) September 11, 2023
এখানেই কিন্তু শেষ নয়। সেই বৈঠকে নাকি উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। আপাতত লন্ডনে রয়েছেন সৌরভ। দিনকয়েক আগেই মেয়ে সানার সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন সস্ত্রীক সৌরভ। প্রাক্তন ভারতীয় অধিনায়ককে সপরিবারে উত্তর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করতেও দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন সৌরভ। তাঁর ফুটবলপ্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইএসএলে এক দলের অন্যতম মালিক তিনি। এবার বাংলার ফুটবলের উন্নতিতেও ব্রত মহারাজ।
মুখ্যমন্ত্রী-লা লিগা সভাপতির এই বিশেষে বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ সরাসরি লন্ডন থেকে মাদ্রিদে আসবেন বলে খবর। সৌরভকে স্পেন সফরে সঙ্গী হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছুদিন আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। ঘণিষ্ঠমহলে সৌরভ সেই প্রস্তাবে রাজিও হওয়ার কথা জানিয়েছেন বলে এবিপি আনন্দই জানিয়েছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। অবশ্য মুখ্যমন্ত্রীর স্পেন সফরের মূল উদ্দেশ্যে কিন্তু বাংলার মাটিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। সেই লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে এই সফরটি অন্যতম। এবার স্পেন সফর ঠিক কতটা ফলপ্রসূত হয়, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অভিষেকের প্রতিশ্রুতি রেখে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত ঘোষণা মমতার