এক্সপ্লোর
শ্রীলঙ্কার ফাস্ট বোলার খোঁজার দায়িত্বে চামিন্ডা ভাস

কলম্বো: স্পিন-নির্ভরতা কমানোর জন্য প্রাক্তন বাঁ হাতি পেসার চামিন্ডা ভাসকে ফাস্ট বোলার খোঁজার দায়িত্ব দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের সেরা পেসারকে কোচিং উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। ভাস এখন থেকে প্রতিভাবান পেসারদের চিহ্নিত করবেন। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা বলেছেন, ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে শ্রীলঙ্কার রেকর্ড উজ্জ্বল। কিন্তু অন্য ধরনের পিচেও সাফল্য পাওয়ার উপযোগী দল গড়ে তুলতে হবে। অস্ট্রেলিয়া বা অন্য দেশে যেখানে দ্রুত গতির উইকেট, সেখানেও যাতে সাফল্য আসে, সেই চেষ্টা করতে হবে। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে চলতি টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুটি টেস্টেই স্পিনাররা দাপট দেখিয়েছেন। পেসারদের কার্যত কোনও ভূমিকাই নেই এই জয়ে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার পেসারদের পারফরম্যান্স মোটেই ভাল নয়। ইংল্যান্ড সফরে দাগ কাটতে পারেননি দ্বীপরাষ্ট্রের পেসাররা। ওই সফরে ৯টি ম্যাচের একটিতেও জয় পায়নি শ্রীলঙ্কা। সেই কারণেই ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ ভাসকে ফাস্ট বোলার খোঁজার দায়িত্ব দিয়েছেন ডি সিলভা। তাঁর আশা, সারা দেশ ঘুরে তরুণ পেসারদের সঙ্গে কাজ করে তাঁদের আন্তর্জাতিক পর্যায়ের উপযুক্ত করে তুলতে পারবেন ভাস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















