এক্সপ্লোর
Advertisement
দেখুন: বিবিএলে অদ্ভূত রান আউট , মাঝ পিচে একে অপরের সঙ্গে ধাক্কা দুই ব্যাটসম্যানের
নয়াদিল্লি: খেলার মাঠে অনেক কিছুই ঘটে। এমনও অনেক ঘটনা দেখে হাসি চাপা মুশকিল। তীব্র লড়াইয়ের মুখে খেলোয়াড়দের পারফর্ম করতে হয়। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যায় যা বেশ মজাদার হয়ে ওঠে।
বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডেস ও সিডনি থানডার্সের মধ্যে ম্যাচে দেখা গেল এমনই এক মজার দৃশ্য দেখা গেল। রান নিতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে মাঝ পিচে পড়ে গেলেন দুই ব্যাটসম্যান। আর এভাবে রান আউট হলেন এক ব্যাটসম্যান। রান তাড়া করার চাপেই এভাবে রান আউট হয়েছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়।
ক্যামেরন বোয়েস (২২ বলে ৫৫ রান)-এর ইনিংসে ভর করে মেলবোর্ন সিডনির সামনে জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য রাখে। সিডনি রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। কিন্তু শেষের দিকে গুরিন্দর সান্ধু ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। হ্যারি গুর্নির বলে সান্ধু একটি দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন।রান নেওয়ার সময় বলের দিকেই নজর ছিল তাঁর। এরফলে মাঝ পিচে সহ ব্যাটসম্যান জোনাথন কুকের সঙ্গে ধাক্কা লেগে যায় তাঁর।দুজনেই পড়ে যান। গুর্নি তখন বল নিয়ে ধীরে সুস্থে উইকেটরক্ষকের দিকে ছুঁড়ে দেন। আউট হয়ে যান কুক। শেষপর্যন্ত ১১৩ রানে অলআউট হয়ে যায় সিডনি।
There is a LOT going on in this bizarre run-out! ???? #BBL08 pic.twitter.com/8vkEmWsx5l
— cricket.com.au (@cricketcomau) January 30, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement