এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিজয় শঙ্কর
এই ভিডিওতে বিজয় শঙ্কর বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে দারুণ লাগছে। এটা আমার প্রথম বিশ্বকাপ। যে কোনও খেলোয়াড়ের কাছেই এটা একটা অনন্য বিষয়। আমি এখন সামনের দিকে তাকাতে চাই।
নয়াদিল্লি: ইংল্যান্ডে আগামী বিশ্বকাপের জন্য সোমবার ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে ঋষভ পন্তের তারুণ্যের পরিবর্তে দীনেশ কার্তিকের দীর্ঘ অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি অম্বাতি রায়ডুর জায়গায় দলে রেখেছে তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্করকে।
বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজয় শঙ্কর। দলে নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, এটা একটা অসাধারণ অনুভূতি।
চলতি আইপিএলে সাইরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বিজয় শঙ্কর। তিনি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর সানরাইজার্স তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে বিজয় শঙ্কর বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে দারুণ লাগছে। এটা আমার প্রথম বিশ্বকাপ। যে কোনও খেলোয়াড়ের কাছেই এটা একটা অনন্য বিষয়। আমি এখন সামনের দিকে তাকাতে চাই।
টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে বিরাট কোহলি, এমএস ধোনি ছাড়াও কেদার যাদব, বিজয় শঙ্করকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে। বিগত কিছুদিন ধরে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিজয় শঙ্কর। হার্দিক পান্ড্য ও রবীন্দ্র জাডেজার মতো তিনিও দলে অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে তিন ফাস্ট বোলার। এক্ষেত্রে হার্দিক ও বিজয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারতের বিশ্বকাপ স্কোয়াড-রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), কেদার যাদব, দীনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেদা, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, যজুবেন্দ্র চাহল, যশপ্রিত বুমরাহ।.@vijayshankar260's first World Cup call-up and it sure means a lot to him! 🧡#CWC19 #OrangeArmy #RiseWithUs #TeamIndia #MenInBlue #WorldCup2019 pic.twitter.com/OqouuMquqe
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement