Virat Kohli Best Knocks: জন্মদিনে ফিরে দেখা কিং কোহলির কেরিয়ারের সেরা ৫টি ইনিংস
Virat Kohli Best Knocks: বিশ্বের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন গত ১ দশক ধরে। আজ ৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন বিরাট।
মুম্বই: বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড নিয়ে ভাঙাগড়া করেছেন। বিশ্বের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন গত ১ দশক ধরে। আজ ৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক বিরাট কোহলির সেরা ৫টি ইনিংস -
১৩৩* বনাম শ্রীলঙ্কা, ২০১২: হোবার্টে ২০১২ সালে সিবি সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। ওয়ান ডে সিরিজের সেই ম্যাচে ৮৬ বলে অপরাজিত ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন বিরাট। লাসিথ মালিঙ্গার মতো বোলারকে রীতিমতো গলিস্তরে নামিয়ে এনেছিলেন বিরাট। মূলত বিরাটের ব্যাটিং বিক্রমেই ৩৭ ওভারে ৩২১ রান বোর্ডে তুলে নেয় ভারত।
১৮৩, বনাম পাকিস্তান, এশিয়া কাপ, ২০১২: নিজের ওয়ান ডে কেরিয়ারের সর্বাধিক রানের ইনিংসটি সেদিন খেলেছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপের মঞ্চ, তার ওপর আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ম্যাচে শুরুতে ওপেনারদের হারিয়ে চাপে পড়েছিল ভারত। কিন্তু সেখান থেকে ভারতের ৫০ ওভারে স্কোর গিয়ে দাঁড়িয় ৩২৯/৬। যার একমাত্র কারণ বিরাটের ১৮৩ রানের ম্যারাথন ইনিংস। নিজের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট। সেই ম্যাচে বিরাটকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন অর্ধশতরানকারী সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা।
৮২*, বনাম অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬: কুড়ির ক্রিকেটে বিরাটের অন্যতম সেরা ইনিংসটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোহালিতে সেই ম্যাচে অজিদের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ৪৯ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকেই দলের হাল ধরেন বিরাট। প্রথমে যুবরাজকে নিয়ে ও পরে ধোনিকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন দলকে। কোহলিকে চেস মাস্টার বলা হয়ে থাকে। সেই ম্যাচে দেশকে জিতিয়ে তা আরও একবার প্রমাণ করলেন বিরাট। সেই টুর্নামেন্টে সিরিজ সেরাও হয়েছিলেন বিরাট।
১৪৯, বনাম ইংল্যান্ড, ২০১৮: ইংল্যান্ড সফরে ২০১৪ সালে রান পাননি। কিন্তু ২০১৮ সালে বিরাটের ব্যাটে ছিল রানের ফুলঝুরি। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান করেছিলেন সেবার। সেই সিরিজে বার্মিংহ্যাম টেস্টে ১৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট। যদিও অন্য কোনও ব্যাটার সেই ম্যাচে রান পাননি। তৃতীয় টেস্টে ২ ইনিংসে বিরাটের ঝুলিতে এসেছিল যথাক্রমে ৯৭ ও ১০৩ রান। সিরিজে যদিও ভারত ৪-১ ব্যবধানে হেরে গিয়েছিল।
১১৫, ১৪৮, বনাম অস্ট্রেলিয়া, ২০১৪: টেস্টে বিরাটের সেরা ইনিংসগুলোর মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৪ সালে অ্যাডিলেডে করা ১১৫ ও ১৪৮ রানের ইনিংস দুটো। ধোনি সেই ম্যাচে আঙুলের চোটের জন্য খেলেননি। কিন্তু বিরাট তাঁর ব্যাট হাতে ছিলেন চেনা ছন্দে। অস্ট্রেলিয়ার ৫১৭/৭ রানের বদলে প্রথম ইনিংসে ৪৪৪ রান বোর্ডে তুলে নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৯০/৫ রান করে ডিক্লেয়ার দিয়ে দেয় ইনিংস। ৩৬২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ১৪৮ রান হাঁকান ভারত অধিনায়ক।