Watch Video: রুটের নকল করে হইচই ফেলে দিলেন কোহলি, ভাইরাল ভিডিও
Virat Kohli-Joe Root: বিশ্বের সেরা ব্যাটার কে, সেই আলোচনায় দুজনের নাম নিয়ে তুমুল চর্চা হয়। এবার প্রতিদ্বন্দ্বী জো রুটের মতো ব্যাটের ভারসাম্যের খেলা দেখানোর চেষ্টা করে হইচই ফেলে দিলেন বিরাট কোহলি।
লেস্টারশায়ার: বিশ্বক্রিকেটের সেরা ব্যাটার কে, সেই আলোচনায় দুজনের নাম নিয়ে তুমুল চর্চা হয়। এবার প্রতিদ্বন্দ্বী জো রুটের (Joe Root) মতো ব্যাটের ভারসাম্যের খেলা দেখানোর চেষ্টা করে হইচই ফেলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাও সেটা আবার রুটের দেশ ইংল্যান্ডেই ।
সম্প্রতি জো রুটের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নিজের ব্যাটটিকে না ধরে মাটিতে সোজা করে দাঁড় করিয়ে রেখেছেন । সেই ভিডিওটি দেখার পর থেকে ক্রিকেট ভক্তরা জো রুটকে'জাদুকর'বলে ডাকতে শুরু করেছেন ।
I knew @root66 was talented but not as magic as this……. What is this sorcery? @SkyCricket #ENGvNZ 🏏 pic.twitter.com/yXdhlb1VcF
— Ben Joseph (@Ben_Howitt) June 5, 2022
এবার ইংল্যান্ডে গিয়ে জো রুটকে নকল করলেন বিরাট কোহলি । একইভাবে জাদুকর হওয়ার চেষ্টা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটকে সেই চেষ্টাই করতে দেখা গিয়েছে। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে বিরাট অনেকক্ষণ ব্যাটটিকে মাটিতে খাড়া করে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করেন।
After Joe roots magic which was seen on the pitch by balancing the bat @imVkohli trying the same 😂 pic.twitter.com/TUZpAUJSA1
— Yashwanth (@bittuyash18) June 23, 2022
বিরাট কোহলি এক হাতে ব্যাট ছেড়ে দিলেও যখন দেখলেন ব্যাটটি পড়ে যাচ্ছে, তখন তিনি তা ধরে নেন। বহুবার চেষ্টা করেও রুটের মতো জাদুকর হয়ে উঠতে পারেননি কোহলি। এদিন ৬৯ বলে ৩৩ রান করে আউট হন বিরাট কোহলি। তাঁর আউট নিয়ে বিতর্কও হয়।
আরও পড়ুন: বন্ধুর জন্মদিন মাতালেন ধোনি, প্রস্তুতি ম্যাচে ভরসা ভরত, খেলার মাঠের সব খবর এক ঝলকে