এক্সপ্লোর
সচিনকে টপকে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড বিরাটের

ছবি সৌজন্যে ট্যুইটার
বিশাখপত্তনম: কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে টপকে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়লেন বিরাট। সচিন একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রান পূর্ণ করতে ২৫৯ ইনিংস নিয়েছিলেন। বিরাটের সেখানে লাগল মাত্র ২০৫ ইনিংস। তাঁর গড় ৫৯.১৮, যা সবার চেয়ে বেশি। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিংহ ধোনির গড় ৫১.৩০। সবচেয়ে কম বয়সে একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রান করার রেকর্ড অবশ্য এখনও সচিনের দখলে আছে। ২৭ বছর ৩৪১ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন সচিন। সেখানে বিরাট ২৯ বছর ৩৫৩ দিন বয়সে এই রেকর্ড গড়লেন।
King Kohli ???? pic.twitter.com/tNIJxt62ae
— BCCI (@BCCI) October 24, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















