Virat Kohli Record: ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি
IND vs SA 2nd T20I: ম্যাচে ২৮ বলে অপরাজিত ৪৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে ১০২ রানের পার্টনারশিপও গড়েন তিনি।

গুয়াহাটি: বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ারের রেকর্ডসমূহ গুনতে বসলে দীর্ঘ সময় অতিবাহিত হবে। নিজের অসামান্য কেরিয়ারে ইতিমধ্যেই গুচ্ছ গুচ্ছ রেকর্ড গড়ে ফেলেছেন কোহলি। সেই তালিকায় আরও একটি নতুন সংযোজন ঘটল। রবিবার, গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs SA 2nd T20I ম্যাচেই আরও এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন 'কিংগ কোহলি'।
কোহলির রেকর্ড
ম্যাচে ২৮ বলে অপরাজিত ৪৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে ১০২ রানের পার্টনারশিপও গড়েন তিনি। নিজের ৪৯ রানের এই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ক্রিকেটে (সব ধরনের) প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ১১ হাজার রান করার রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। বর্তমানে বিশ ওভারের ফর্ম্যাটে তাঁর মোট সংগ্রহ ১১০৩০ রান। মাত্র ৩৫৪ ইনিংস খেলে বিরাট কোহলি এই রান সংগ্রহ করেছেন। ওয়েন পার্নেলের বলে লং অফের ওপর দিয়ে লম্বা ছক্কা হাঁকিয়েই দারুণভাবে এই মাইলফলক স্পর্শ করেন ভারতীয় তারকা।
কোহলির পর ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার দখলে। তিনি মোট ১০৫৮৭ রান করেছেন। তালিকায় তৃতীয় স্থানে শিখর ধবন রয়েছেন। কোহলির পাশাপাশি এই ম্যাচে সূর্যকুমার যাদবও এক মাইলফলক স্পর্শ করেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান করে ফেললেন। কোহলি ও রাহুলের পর, তৃতীয় দ্রুততম ভারতীয় হিসাবে ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করলেন সূর্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে তাঁর মোট সংগ্রহ ১০৩৭ রান।
প্রথম ইনিংসের বিবরণ
এদিনে ম্যাচে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। তবে তাঁর বোলাররা তাঁকে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেনি। দুই ভারতীয় ওপেনার রোহিত ও কেএল রাহুল ৯৬ রানের বড় পার্টনারশিপে ভারতের হয়ে মজবুত ভিত গড়ে দেন। সেই ভিতেই ইমারত গড়েন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। রোহিত এদিন ৪৩ রান (৩৭ বল) করে আউট হলেও, রাহুল কিন্তু নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ৫৭ রানের (২৮ বল) ইনিংস খেলেন। রাহুলের আগ্রাসী ব্যাটিং অপরদিকে রোহিতকে সামলে খেলার সুযোগ করে দেন। এই দুইয়ের দাপটেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
তবে নিজের পর পর দুই ওভারে দুই ওপেনারকেই সাজঘরে ফেরান প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। কিন্তু এদিন সূর্যকুমার বিধ্বংসী মেজাজে ছিলেন। তিনি প্রমাণ করে দিলেন কেন তিনি আইসিসির ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে দুই নম্বর ব্যাটার। মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। সূর্য ঝড়ে বিরাট কোহলি অপরপক্ষে কিছুটা শান্তভাবেই নিজের ইনিংসটা গুছিয়ে নেন। দুর্ভাগ্যবশক ভুল বোঝাবুঝির জেরে মাত্র ২২ বলে ৬১ রান করেই রান আউট হতে হয় সূর্যকুমারকে। কোহলি অবশ্য ৪৯ রানেই অপরাজিত থেকে যান। ভারত তিন উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ২৩৭ রান তোলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটিই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: নেতৃত্বে শিখর, প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বাংলার মুকেশ কুমার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
