Virat Kohli Century: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?
Pakistani Players Congratulate Virat Kohli: ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে দুই দলের সাক্ষাৎ হওয়ার সময়ও শাহিন আফ্রিদি বিরাট কোহলিকে বলেছিলেন, তিনি তাঁর ফর্মে ফেরার জন্য তিনি প্রার্থনা করছেন।
দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ছয়টি ছক্কায়। ১০২১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হাঁকালেন ভারতীয় তারকা। কোহলির শতরানে তাঁর কোটি কোটি সমর্থক উচ্ছ্বাসের জোয়ারে ভেসেছেন। কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন কেভিন পিটারসেন, এবি ডিভিলিয়ার্সের মতো তাঁর প্রাক্তন সতীর্থরাও। এই তালিকায় বাদ নেই পাকিস্তান তারকারাও।
কোহলির জন্য প্রার্থনা
দীর্ঘ সময় শতরানের না হাঁকানোয় কোহলির কম সমালোচনা হয়নি। কয়েকজন তো তাঁর ভারতীয় একাদশে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন। তবে সমালোচনার পাশাপাশি তাঁর পাশেও দাঁড়িয়েছিলেন অনেকে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমই কোহলির সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে দুই দলের সাক্ষাৎ হওয়ার সময়ও শাহিন আফ্রিদি বিরাট কোহলিকে বলেছিলেন, তিনি তাঁর ফর্মে ফেরার জন্য তিনি প্রার্থনা করছেন। এবার অবশেষে ফর্মে ফিরেছেন কোহলি। তাঁর শতরানে উচ্ছ্বসিত পাকিস্তান তারকা হাসান আলি (Hassan Ali), মহম্মদ আমিররাও (Mohammad Amir)।
The great is back @imVkohli
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) September 8, 2022
so finally wait is over great 💯 by king kohli
— Mohammad Amir (@iamamirofficial) September 8, 2022
কোহলিকে শুভেচ্ছা
কোহলির শতরানের পর হাসান আলি সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, 'বিরাট কোহলি (ফর্মে) ফিরে এসেছেন।' আরেক পাকিস্তানি তারকা মহম্মদ আমির বলেন, 'অবশেষে অপেক্ষার অবসান ঘটল কিংগ কোহলি দারুণ শতরান হাঁকালেন।' আমির আর কোহলির সখ্যতা অবশ্য় নতুন নয়। এর আগেও আমিরকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। সবমিলিয়ে একটা কথা স্পষ্ট। বিরাটের ফর্মে ফেরা ও শতরানে গোটা ক্রিকেটবিশ্বই উচ্ছ্বসিত।
শতরান হাঁকানোর পর স্ত্রী অনুষ্কাকে ধন্যবাদ জানান কোহলি। তিনি বলেন, 'আমি জানি বাইরের জগতে আমায় নিয়ে অনেক চর্চা হচ্ছিল। আমি (শতরানের পর) আমার আংটিতে চুমু খাই। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি. তার পিছনে আসল কৃতিত্বটা একজনেরই। সেটা হল অনুষ্কা। এই শতরানটা আমি ওকে এবং আমাদের ছোট্ট মেয়ে ভামিকাকে উৎসর্গ করতে চাই। অনুষ্কার সঙ্গে আমি সবসময় কথাবার্তা বলেছি এবং ও আমায় সাপোর্ট করেছে। তাই মাঠে ফিরে আমি মরিয়া হয়ে রানের পিছনে ছুটিনি। ছয় সপ্তাহের এই বিরতিটা আমায় দারুণ সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি আমি ঠিক কতটা ক্লান্ত ছিলাম। বিরতির পর আমি আবার নিজের খেলাটা উপভোগ করছি।'
আরও পড়ুন: শতরান হাঁকানোর পর দর্শকদের ধন্যবাদ জানিয়ে কী লিখলেন বিরাট?