ব্যাট হাতে একের পর এক নজির গড়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। শনিবার তাঁর মুকুটে যোগ দল নতুন পালক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেললেন তিনি। আর সেই সঙ্গে একদিনের ক্রিকেটে প্রথম পাঁচ সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রহকারীর তালিকায় চলে এলেন কোহলি।
2/7
এবি ডিভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিপাক্ষিক একদিনের সিরিজে সাড়ে তিনশর বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি। ২০১৩-তে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ৩৬৭ রান করেছিলেন এবি।
3/7
২০৬ ম্যাচে ৯,৪২৩ রান করে কোহলি সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় ভারতীয় হিসেবে পঞ্চম ও বিশ্বে ১৬ তম স্থানে পৌঁছে গেলেন।
4/7
এই তালিকার শীর্ষে মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে তাঁর মোট রান ১৮,৪২৬। ভারতীয় হিসেবে এই তালিকায় তাঁর পরই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) এবং মহেন্দ্র সিংহ ধোনি (৯,৯৫৪)।
5/7
এক্ষেত্রে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেললেন কোহলি। একদিনের ক্রিকেটে আজহারের মোট রান ৯,৩৭৮।
6/7
কোহলি একদিনের ক্রিকেটে তাঁর ৪৬ তম হাফসেঞ্চুরি করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি করেছেন (একটি টেস্টে ও ২ টি একদিনের ম্যাচে)।
7/7
সেই সঙ্গে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকেও টপকে গেলেন কোহলি। গেইলের মোট রান ৯,৪২০