এক্সপ্লোর
Advertisement
গোলাপি বলে প্রথম ভারতীয় হিসাবে টেস্টে সেঞ্চুরি কোহলির, ২৪১ রানে এগিয়ে ইনিংস ডিক্লেয়ার ভারতের
শনিবার আর একটা নজির গড়লেন কোহলি। ভারতের অধিনায়ক হিসাবে দেশের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করলেন। দেশের মাটিতে ক্যাপ্টেন কোহলির ১০টি সেঞ্চুরি হয়ে গেল। তিনি ভেঙে দিলেন সুনীল গাওস্করের রেকর্ড। অধিনায়ক হিসাবে দেশের মাটিতে টেস্টে ৯টি সেঞ্চুরি ছিল গাওস্করের। ভারতের মাটিতে টেস্টে অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির রয়েছে ৫টি সেঞ্চুরি।
কলকাতা:# ৯ উইকেটে ৩৪৭ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ভারতের লিড ২৪১ রানের। ঋদ্ধিমান সাহা ১৭ অপরাজিত।
#১৯৪ বলে ১৩৬ রান করে আউট বিরাট কোহলি। ইবাদাত হোসেনের বলে আউট হন তিনি। ৩০৮ রানে ভারতের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। কোহলির আগে ১২ রান করে আউট হন জাডেজা। ২৮৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।
গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসাবে গোলাপি বলে সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে তাঁর দলও পৌঁছে গেল মজবুত জায়গায়।
শুক্রবার ক্রিজে নেমেছিলেন। স্বচ্ছন্দ ছিলেন শুরু থেকেই। শনিবার শুরু থেকে সাবলীলভাবে ব্যাট করে গিয়েছেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। টেস্টে তাঁর ২৭তম শতরান। অধিনায়ক হিসাবে ২০তম। কোহলি পেরিয়ে গেলেন রিকি পন্টিংকে। অধিনায়ক হিসাবে পন্টিং ১৯টি সেঞ্চুরি করেছিলেন। তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসাবে ২৫টি সেঞ্চুরি ছিল স্মিথের। অবিশ্বাস্য ফর্মকে সঙ্গী করে কোহলি যে দ্রুততার সঙ্গে এগচ্ছেন, তাতে স্মিথের রেকর্ডও সম্ভবত খুব একটা সুরক্ষিত নয়।
শনিবার আর একটা নজির গড়লেন কোহলি। ভারতের অধিনায়ক হিসাবে দেশের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করলেন। দেশের মাটিতে ক্যাপ্টেন কোহলির ১০টি সেঞ্চুরি হয়ে গেল। তিনি ভেঙে দিলেন সুনীল গাওস্করের রেকর্ড। অধিনায়ক হিসাবে দেশের মাটিতে টেস্টে ৯টি সেঞ্চুরি ছিল গাওস্করের। ভারতের মাটিতে টেস্টে অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির রয়েছে ৫টি সেঞ্চুরি।
শনিবার চতুর্থ উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে ৯৯ রান যোগ করলেন কোহলি। রাহানে ৫১ রান করে আউট হন। বাংলাদেশের ১০৬ রানের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের স্কোর ২৭৮/৪।The #RunMachine at it again ????????@imVkohli brings up his 27th Test ????#PinkBallTest #INDvBAN pic.twitter.com/rL4wDIdKsK
— BCCI (@BCCI) November 23, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement