এক শব্দে কোহলিকে ব্যাখ্যা করলেন প্রাক্তন পাক তারকা
ভারত অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যানের দরাজ সার্টিফিকেট।
করাচি: ‘এক নম্বর’। এই মুহূর্তে বিশ্বের ‘এক নম্বর’ ব্যাটসম্যান বিরাট কোহলি। কোনও রকম দ্বিধা ছাড়াই ভারত অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যানের দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন পাক ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ। শনিবার ট্যুইটারে একটি সেশনে বিরাটকে নিয়ে প্রশ্ন করা হলে কোনও রকম সঙ্কোচ না করেই তিনি জানিয়ে দেন, “এই মুহূর্তে এক নম্বর। গ্রেট প্লেয়ার।”
No 1 at the moment.great player
— Mohammad Yousaf (@yousaf1788) May 2, 2020
একই সঙ্গে সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও জ্যাক কালিসের মধ্যে প্রিয় ক্রিকেটারকে বেছে নিতে বলা হলে ইউসুফ মাস্টার ব্লাস্টারকেই বেছে নেন। সচিনই এক নম্বর পছন্দ তাঁর। তারপর লারা, পন্টিং, সাঙ্গাকারা, কালিস, ট্যুইটারে জানান পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট ও ২৮৮টি একদিনের আন্তর্জাতিক খেলা এই প্রাক্তন ক্রিকেটার।
যদিও সেরা অধিনায়ক হিসেবে প্রাক্তন ক্রিকেটারের পছন্দ কেন উইলিয়ামসন। বিরাট আগ্রাসী ক্রিকেটের দৃষ্টান্ত স্থাপন করলেও নেতৃত্বে মহম্মদ ইউসুফের পছন্দ কিউই অধিনায়কই।