Virat Kohli Covid Positive: করোনা আক্রান্ত কোহলি? ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়েও আচমকা ধোঁয়াশা
BCCI: বুধবার বিরাট কোহলির (Virat Kohli) করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
লন্ডন: গত বছর ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল করোনার ধাক্কায়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। অর্ধসমাপ্ত সিরিজের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল (Team India) পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। কিন্তু ফের করোনার কাঁটায় বিদ্ধ সিরিজ। ভারতের তারকা অফস্পিনার আর অশ্বিনের (R Ashwin) করোনা আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। যে কারণে তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি। বুধবার বিরাট কোহলির (Virat Kohli) করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
করোনা সংক্রমিত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি অশ্বিন। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর এক খবর। ইংল্যান্ডে পৌঁছেই নাকি বিরাট কোহলি করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও সূত্রের খবর, তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও মাঠে নামবেন বলে ভারতীয় দলের কোনও কোনও সূত্র থেকে জানা যাচ্ছে।
কেউ কেউ আবার প্রস্তুতি ম্যাচ নিয়েই ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন। বলা হচ্ছে, ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় প্রস্তুতি ম্যাচ আদৌ খেলা হবে কি না, লেস্টারশায়ার শিবিরে তা নিয়ে আলোচনা চলছে বলেই খবর।
জানা গিয়েছে, মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে লন্ডনে পৌঁছনোর পরেই করোনা আক্রান্ত হন কোহলি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, ‘হ্যাঁ, কোহলি মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে আসার পরে করোনা আক্রান্ত হয়েছিল। তবে এখন সুস্থ হয়ে গিয়েছে।’
কোহলি যে এই মুহূর্তে পুরোপুরি সুস্থ, তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার লেস্টারশায়ারের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় সতীর্থদের উদ্দীপ্ত করতে দেখা যাচ্ছে বিরাটকে। ভারতীয় বোর্ডের তরফেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে কোহলিকে। নেটে সাবলীলভাবে ব্যাট করেন তিনি। তবে ভারতীয় শিবিরে এমন পরপর করোনা সংক্রমণের খবরে দলের সার্বিক প্রস্তুতিতে ব্যঘাত ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন নেমার? জল্পনা উসকে দিলেন রড্রিগো