এক্সপ্লোর
Advertisement
‘কোনও ছুটি নয়’, গোলাপি বলের টেস্টের আগে জিমে কসরতের ভিডিও পোস্ট করলেন কোহলি
চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। দুই দিন বাকি থাকতেই ইনিংস ও ১৩০ রানে জয়ী হয়েছে ভারত। দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে ভারত। সিরিজের শেষ টেস্ট ইডেনে।
নয়াদিল্লি: চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। দুই দিন বাকি থাকতেই ইনিংস ও ১৩০ রানে জয়ী হয়েছে ভারত। দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে ভারত। সিরিজের শেষ টেস্ট ইডেনে। দিন-রাতের টেস্ট খেলা হবে গোলাপি বলে। ভারত এই প্রথম কোনও দিন-রাতের পাঁচ দিনের ম্যাচ খেলবে। তাঁর অধিনায়কত্বে সবচেয়ে বেশিবার ইনিংসে জয়ের ক্ষেত্রে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলেছেন কোহলি। কোহলির অধিনায়কত্বে ভারত ১০ বার ইনিংসে জিতেছে। অন্যদিকে, ধোনির নেতৃত্বে ভারত নয়টি ম্যাচ ইনিংসে জিতেছে।
কিন্তু সাফল্যের এই রেকর্ড-পরিসংখ্যান নিয়ে মাথা ঘামানোর চেটে কোহলি আরও বেশি পরিশ্রমের ব্যাপারেই আগ্রহী। কোহলির কাছে নেটই হোক বা জিম- সেখানে অফ ডে বলে কোনও কথা নেই। গোলাপি বল টেস্টের আগে জিমে অ্যাবস ওয়ার্কআউট করতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ককে।
ভারতের রান মেশিন সোমবার ওই ভিডিও তাঁর ওয়ার্ক আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, কোনও ছুটি নয়।
প্রথম টেস্টের পর ভারতীয় দল নৈশালোকে এসজি গোলাপি বলে অনুশীলনের জন্য ইন্দোরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মঙ্গলবার কলকাতায় পৌঁছবে টিম ইন্ডিয়া।View this post on Instagram
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement