এক্সপ্লোর
Advertisement
ICC Player of the Decade : বিশ্বের দশকসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বিরাট, অশ্বিন
পুরুষদের ক্রিকেটের দশকসেরা হওয়ার জন্য যে পাঁচটি বিভাগ সামনে এনেছে আইসিসি, তার প্রত্যেকটিতেই দাবিদারদের দৌড়ে একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন বিরাট কোহলি। দশকসেরা পুরুষ ক্রিকেটার, দশকসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার, দশকসেরা পুরুষ ওডিআই ক্রিকেটার ও দশকসেরা পুরুষ টি-২০ ক্রিকেটার ও আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডিকেড পাঁচ তালিকাতেই আছেন কোহলি।
দুবাই: বিশ্বক্রিকেটের দশকসেরা ক্রিকেটারের দৌড়। অনন্য যে সম্মান পাওয়ার দৌড়ে রয়েছেন দুই ভারতীয়। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে যে তালিকায় ঢুকে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
আজ দশকসেরা ক্রিকেটার হওয়ার দাবিদারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশিত যে তালিকায় দেখা গিয়েছে বিরাট কোহলির উজ্জ্বল উপস্থিতি।
পুরুষদের ক্রিকেটের দশকসেরা হওয়ার জন্য যে পাঁচটি বিভাগ সামনে এনেছে আইসিসি, তার প্রত্যেকটিতেই দাবিদারদের দৌড়ে একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন বিরাট কোহলি। দশকসেরা পুরুষ ক্রিকেটার, দশকসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার, দশকসেরা পুরুষ ওডিআই ক্রিকেটার ও দশকসেরা পুরুষ টি-২০ ক্রিকেটার ও আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডিকেড পাঁচ তালিকাতেই আছেন কোহলি।
দশকসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে বিরাটের ভারতের আর কেউ না থাকলেও একদিনের আন্তর্জাতিক ও টি-২০ দুই তালিকাতেই রয়েছেন রোহিত শর্মা। ওডিআইতে যে দৌড়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও।
মহিলাদের দশকসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন মিতালি রাজ। আর মহিলাদের দশকসেরা ওডিআই ক্রিকেটার হওয়ার দৌড়ে মিতালির সঙ্গে রয়েছেন বাংলার ঝুলন গোস্বামীও।
একঝলকে রইল দাবিদারদের তালিকা
পুরুষদের দশকসেরা ক্রিকেটার- বিরাট কোহলি (ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।
পুরুষদের দশকসেরা টেস্ট ক্রিকেটার- বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), ইয়াশির শা (পাকিস্তান)।
পুরুষদের দশকসেরা ওডিআই ক্রিকেটার- বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রোহিত শর্মা (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।
পুরুষদের দশকসেরা টি-২০ ক্রিকেটার- বিরাট কোহলি (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রোহিত শর্মা (ভারত)।
আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডিকেড- বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজল্যান্ড), মিসবা উল হক (পাকিস্তান), মহেন্দ্র সিং ধোনি (ভারত), আনয়া স্রাবসোল (ইংল্যান্ড), কেৎরিন ব্রান্ট (ইংল্যান্ড), মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement