Kapil Dev on Kohli: ''নিজের ইগো সরিয়ে তরুণদের সাহায্য করতে হবে'', বিরাটকে পরামর্শ কপিলের
Kapil Dev on Kohli: সেই তালিকায় প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার অনেকেই রয়েছেন। কেউ মনে করছেন যে এটা একান্তই বিরাটের ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার কেউ এর মধ্যে রাজনীতির আঁচ পাচ্ছেন।
মুম্বই: টেস্টে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বিরাটের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। সেই তালিকায় প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার অনেকেই রয়েছেন। কেউ মনে করছেন যে এটা একান্তই বিরাটের ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার কেউ এর মধ্যে রাজনীতির আঁচ পাচ্ছেন। তবে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব মনে করেন যে নিজের ইগো সরিয়ে রেখে জুনিয়রের নেতৃত্বে খেলতে হবে বিরাটকে। ওর সেরাটা দিতে হবে। এক সাক্ষাৎকারে কপিল বলেন, ''বিরাটের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। গত কয়েক মাস ধরে খুব একটা ভাল সময় ওর যাচ্ছিল না। বিশেষ করে টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর থেকে। অনেক চাপ ছিল। আমার মনে হয় নেতৃত্ব উপভোগ করতে পারছিল না ও। তাই হয়ত মনে হয়েছে যে নেতৃত্ব ছেড়ে শুধু ব্যাটার হিসেবে মন দেবে খেলায়।''
তিনি আরও বলেন, ''বিরাট একজন পরিণত মানুষ। আমি নিশ্চিত ও এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবেছে। আমার সময় সুনীল গাওস্কর আমার অধীনে খেলেছে। আমি শ্রীকান্ত ও আজহারউদ্দিনের নেতৃত্বে খেলেছি। আমার কোনো ইগো ছিল না। বিরাটকেও ওর ইগো সরিয়ে তরুণ ক্রিকেটারের অধীনে খেলতে হবে। এটা ওকে আর ভারতীয় ক্রিকেটকে সাহায্য করবে। বিরাটের উচিত নতুন অধিনায়ক ও তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া, তাঁদের পাশে থাকা। আমরা ব্যাটার বিরাটকে ভারতীয় ক্রিকেটে কোনোভাবেই হারাতে চাই না। কোনোভাবেই নয়।''
বিরাট টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার পর ট্যুইটারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ''বিরাটের নেতৃত্বে ভারতীয় দল প্রতিটি ফরম্যাটে উন্নতি করেছে। ওঁর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। বিসিসিআই ওঁর সিদ্ধান্তকে সম্মান জানায়। আশা করব, ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিরাট টিম ইন্ডিয়াকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওঁ দারুণ একজন ক্রিকেটার। ওয়েল ডান বিরাট।''
আরও পড়ুনঃ ''তোমরা ভারতের গর্ব'', সাত্ত্বিকসাইরাজ-চিরাগ, লক্ষ্যকে শুভেচ্ছা সচিনের