India Open 2022: ''তোমরা ভারতের গর্ব'', সাত্ত্বিকসাইরাজ-চিরাগ, লক্ষ্যকে শুভেচ্ছা সচিনের
India Open 2022: এই প্রথম ইন্ডিয়া ওপেন জিতলেন সাত্বিকসাইরাজ ও চিরাগ। ডাবলসেই শুধু নয়, পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতেছেন বছর কুড়ির লক্ষ্য সেনও। ৩ জনকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।
মুম্বই: ইন্ডিয়ান ওপেন পুরুষদের ডাবলসে খেতাব জিতে নিয়েছেন ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। দ্বিতীয় বাছাই ভারতীয় জুটি ২১-১৬, ২৬-২৪ ফলে হারিয়ে দেয় শীর্ষবাছাই জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিওয়ানকে। এই প্রথম ইন্ডিয়া ওপেন জিতলেন সাত্বিকসাইরাজ ও চিরাগ। ডাবলসেই শুধু নয়, পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতেছেন বছর কুড়ির লক্ষ্য সেনও। ৩জনকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্য তোমাকে সিঙ্গলসে খেতাব জয়ের জন্য। সাত্ত্বিকসাইরাজ-চিরাগ তোমরাও ডাবলসে জয় ছিনিয়ে নিয়েছ। স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। তোমরা দেশের গর্ব।''
Congratulations @lakshya_sen on winning the men’s singles title, and @Shettychirag04 & @satwiksairaj on winning the men’s doubles title.
— Sachin Tendulkar (@sachin_rt) January 17, 2022
These are what dreams are made of! You all have made 🇮🇳 very proud!#IndiaOpen2022 pic.twitter.com/a9jByJtcwQ
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন শাটলার সিঙ্গাপুরের লোহ কিন ইউ-কে হারিয়ে গতকাল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস খেতাব জেতেন লক্ষ্য সেন। ফাইনালে ২০ বছর বয়সি এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের পক্ষে ফল ২৪-২২, ২১-১৭। ফাইনালে দুর্দান্ত লড়াই করে খেতাব জিতলেন লক্ষ্য। তাঁকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন শাটলার। তবে ঠান্ডা মাথায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে খেতাব জিতলেন লক্ষ্য। এই প্রথম বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ প্রতিযোগিতার ফাইনালে ওঠেন লক্ষ্য। প্রথমবারেই খেতাব জিতলেন তিনি।
সেমি-ফাইনালে মালয়েশিয়ার জি ইয়ং নংকে হারিয়ে ফাইনালে পৌঁছন লক্ষ্য। প্রথম গেম হেরে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে এরপর দারুণভাবে ম্যাচে ফিরে এসে তিনি পরের দুই গেম জিতে ফাইনালে ওঠেন। তরুণ ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৬, ২১-১২। এরপর ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে খেতাব জিতলেন লক্ষ্য।