(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথম টি-২০: অপ্রতিরোধ্য কোহলি, দুরন্ত রাহুল, রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
এদিন ভারত নিজেদের রেকর্ড রান তাড়া করে জিতল। একইসঙ্গে, একাধিক রেকর্ড করলেন বিরাটও।
হায়দরাবাদ: অপ্রতিরোধ্য বিরাট কোহলি এবং দুরন্ত কে এল রাহুলের যুগলবন্দিতে প্রথম টি২০ আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত। তিন ম্যাচের সিরিজে মেন ইন ব্লু এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এদিন টসে জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাট করতে পাঠান বিরাট। শিমরন হেটমায়ারের অনবদ্য অর্ধশতরানের (৪১ বলে ৫৬) দৌলতে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রতি ওভারে ১০ রানের ওপর আস্কিং রেট। রান তাড়া করতে নেমে ভাল শুরু করেন রোহিত শর্মা ও কে এস রাহুল জুটি। নিজস্ব ঢঙেই খেলছিলেন রাহুল। তুলনায় নিষ্প্রভ ছিলেন ‘হিটম্যান’। চতুর্থ ওভারে ছন্দপতন ঘটে। ৮ রান করেই আউট হন রোহিত। তিন নম্বরে নেমে রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক বিরাট। দ্বিতীয় উইকেটে ওঠে ১০০ রান। সেটিই জয়ের ভিত গড়ে দেয়। ৪০ বলে ৬২ রান করেন রাহুল। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৪টি ছক্কায়। রাহুল আউট হওয়ার পর, বাকি কাজটা নিজের দায়িত্বে সম্পন্ন করেন কোহলি। অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। বিরাট অপরাজিত থাকেন ৯৪ রানে (৫০ বল)। চার ও ছক্কা হাঁকিয়েছেন ৬টি করে। একটা পরিসংখ্যান বলে দেবে বিরাটের ইনিংস। অধিনায়কের প্রথম ২০ বলে বিরাট করেন ২০ রান। পরের ৩০ বলে ৭৪ রান। পাশাপাশি, এদিন ১৭টি অতিরিক্ত রান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। প্রসঙ্গত, এদিন ভারত নিজেদের রেকর্ড রান তাড়া করে জিতল। একইসঙ্গে, একাধিক রেকর্ড করলেন বিরাটও। এটিই তাঁর টি২০ কেরিয়ারের সর্বোচ্চ রান করলেন। এর আগে, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জিতেছিল ভারত। এতদিন সেটিই ছিল টিম ইন্ডিয়ার সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির। পাশাপাশি, আন্তর্জাতিক টি২০-তে সর্বাধিক সংখ্যক অর্ধশতরানের রেকর্ডও রোহিতের (২২) থেকে নিজের জিম্মায় নিলেন কোহলি।